লগো ডিজাইন নিয়ে পোষ্ট করার পর অনেকেই ম্যাসেঞ্জারে সেইম কিছু প্রশ্ন করছেন।তাই ভাবলাম প্রশ্ন গুলি এবং উত্তর গুলি একটা পোষ্ট আকারে দিলে ভালো হয়।
এতে দুইটা উপকার-
১. আমায় বার বার বলতে হয় না।
২. অনেকের মনে থাকা প্রশ্নের ও উত্তর পাওয়া যায়।
প্রশ্ন-১: লগো কি না করলেই নয়?
উত্তর: নাহ!
আপনার ব্যাবসার দুইটা মুলধন আজীবন কাজ করবে এবং সাইলেন্ট ভাবে সব চেয়ে বেশি উপকার করবে।
যার একটি হলো লগো আর অন্য টি হলো ডোমেইন।
লগো নিয়ে আমার করা ধারাবাহিক পোষ্ট গুলি পড়লে আপনার নিশ্চয় বুঝে যাওয়া উচিত যে লগো কত টা গুরুত্বপূর্ন।
তাই আনার এক কথায় উত্তর কোম্পানি থাকুক বা না থাকুক, কোম্পানির নাম থাকলেই তার লগো থাকতে হবে।
প্রশ্ন-২: ভাইয়া লগো করতে কেমন খরচ আসবে?
উত্তর: এটা ডিপেন্ড করে মুলত ৫ টা বিষয়ের উপরে (এগুলি নিয়ে পরে পোষ্ট করবো)।
তবে চার্জ টা আসলে মুলত ডিপেন্ড করে আপনার কোম্পানির প্রোডাক্ট, পরিধি ও কর্মকান্ড বুঝে।
তাই আগে ডাক্তার কে রোগ বলুন তারপরে না হয় ঔষধের দাম বা লিষ্ট।
প্রশ্ন-৩: আমার তো পেজ আছে অনেক পুরোনো কিন্তু লগো টা ভালো লাগছে না তাহলে কি করবো?
অথবা পুরোনো লগো কি চেঞ্জ করা উচিত?
উত্তর: যদি লগো আপনার ব্রান্ড এবং সার্ভিস কে প্রেজেন্ট করতে না পারে তাহলে তো মাষ্ট চেঞ্জ করবেন।
বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান (যেমন- এডিডাস) ও লগো রিডিজাইন করে।
প্রশ্ন-৪: লগো তো ওমুক বা তমুক তো ৫০০ টাকায় ও করে দেয়।তাহলে চার্জ কেন এমন?
উত্তর: পৃথিবীর বিখ্যাত লগো যেমন এপল,এডিডাস,নাইকি এদের লগো ও কিন্তু একটা লগো।
তাহলে তাদের চার্জ কি ৫০০ টাকা?
ইভেন বাংলাদেশের বিকাশের লগো যিনি তৈরি করেছেন তাকে কত দেয়া হয়েছে খোজ নিন।
আপনার প্রোডাক্ট নিয়েই ভাবুন না-
রাস্তায় ২০০ টাকায় ও পোট্রেট নাম দিয়ে বিক্রয় হয় আবার ২ কোটি টাকা তে ও পোট্রেট সেল হয়।
এবার ভাবুন যার কাজের কোয়ালিটি যেমন তার দাম নিশ্চয় তেমন।
প্রশ্ন-৫: কাজের জন্য কি অগ্রীম পেমেন্ট করা উচিত?
উত্তর- এটা জিজ্ঞাস করা ই অন্যায় কারন, আপনার কোন পন্য যদি কেউ অর্ডার করার সময় এডভান্স না করে তাহলে কি করবেন?
আর এটা কম্পিউটারের কাজ, ক্রিয়েটিভিটির চুড়ান্ত উদাহরন।
ফ্রী বা এডভান্স ছাড়া বুকিং করার চিন্তা ই করা উচিত না।
মোটামুটি কমন প্রশ্ন গুলি নিয়ে আজ লিখেছি।
আপনাদের চাওয়া থাকলে আরো কিছু নিয়ে লিখবো।
সকলেই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।