আমার ফেসবুক পেজ কোনভাবেই রিচ করাতে পারছিনা,আমার পেজটা র্যাংকিং করছেনা।এসব চিন্তা কি আপনার মাথায় ঘুরছে? তাহলে এই কন্টেন্ট আপনার জন্য কাজে আসবে।
আপনার পেজ যদি রিচ না করে এবং যদি সকলেই বলে পেজর কন্টেন্ট পাচ্ছেনা তাহলে বুঝবেন- আপনার পেজের কন্টন্টে সমস্যা আছে।কেননা,ফেসবুক পেজ ও প্রোফাইলে কন্টেন্ট রিচ না করার কারন হলো- ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মানা।
আসুন দেখে নিই কিভাবে ঠিক করবো এই সমস্যা
কন্টেন্ট রিচ নিয়ে সমস্যায় আপনি তিনটি বিষয়ের উপর জোর দিন। এই তিনটি বিষয় হলো— কমেন্ট, শেয়ারিং এবং রিএক্টটিং।
এখন আপনি হয়তো চিন্তায় পড়ে গেলেন- কোন ধরনের কন্টেন্ট ফেসবুক নিউজ ফিডে ভালো করবে। এই ব্যাপারে আগাতে হলে আপনাকে সময় নিতে হবে,জানতে হবে এবং “active” এবং “passive” প্রতিক্রিয়া এর মাঝে পার্থক্য নির্ণয় করা শিখতে হবে,কেননা এটা খুব গুরুত্ত্বপূর্ণ।
একটিভ রিয়াকশন – শেয়ার , কমেন্ট , রিঅ্যাক্ট অনেক বেশী ইফেকটিভ হবে আপনার কন্টেন্ট কে রিচ করাতে।
প্যাসিভ রিয়াকশন- ক্লিক , ভিউ,হোভারিং ইত্যাদি (আস্তে আস্তে বুঝবেন)
কন্টেন্ট লিখলেই হবেনা,সেই কন্টেন্ট কে এনালাইসিস করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা কন্টেন্ট সকাল ৭ টাই দিলেন আজকে, আবার পরের দিন ১০ টাই দিলেন।কি পার্থক্য পেলেন সেগুলি নোট করতে হবে এনালাইসিস তো এত সহজ না।
জেনে রাখুন দিনের পর দিন আপনি ভুল করে পেজের ক্ষতিটা করেছেন এখন আপনি রাতারাতি তো সমাধান আশা করলে চলবেনা।
একজন ই-কমার্স উদ্যোক্তার নিয়মিত লেখাপড়া করা উচিত এইজন্যই।