হঠাত করেই আকাশে মেঘের গর্জন উঠেছে কিন্তু রাত ১১ টায় বাসাইয় নিজের বেলকনিতে বসে
সিলভী সোলায়মান এর সেদিকে কোন দৃষ্টিপাত নাই।
অধরা অরিন – ফোন দিয়ে বললো ম্যাসেঞ্জার রুমে আয় তো।
সিলভি- কিরে তোরা এখানে কেন এই রাতে?
Rupa Dorothy – কিন্তু আমরা সব গুলা ই নতুন এসেছি এই উদ্যোক্তা লাইফে।
সবাই জয়েন করার পরে হঠাত
Nahida Akter আপু বললেন যে সৌভিক ভাই কে এড করুন একটু কাজ সহজ হয়ে যাবে।
সৌভিক জয়েন করেই সবাই কে সালাম জানিয়ে প্রশ্ন করলো-
সৌভিক- কি ব্যাপার আজ সবাই এখানে যে?
Mymuna Rose আপু- আরে ভাই এরা আমাদের ডেকেছে একটা সমস্যা নিয়ে। আমরা আবার আপনাকে ডেকে নিলাম।
সৌভিক- আচ্ছা বলো তাহলে কারন কি?
একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি দিকে খেয়াল রাখতে হবে?
সৌভিক- এইটা তো আসলে আমি ও বলতে পারবো না। কারন আমি অ এখনো সফল হয়তো না।
তবে বই পড়ে আর সফল দের দেখে যা জেনেছি সেটা সবাই মিলে শেয়ার করলে হয়তো বের হয়ে যাবে কি করতে হবে।
একজন সত্যিকার সফল উদ্যোক্তা তাঁর ব্যবসার উন্নয়নের পাশাপাশি নিজেকেও সব সময়ে উন্নত করার চেষ্টা করেন। সফল উদ্যোক্তা হওয়ার উপায় হিসেবে এর কোনও বিকল্প নেই।
সফল উদ্যোক্তা হতে পারা অবশ্যই দারুন,” কিন্তু সেই পথে চ্যালেঞ্জও কম নয়।”আর এই চ্যালেঞ্জ জয় করতে সব সময়ে নিজেকে উন্নত করার বিকল্প নেই । বেশিরভাগ সফল উদ্যোক্তা খুবই উৎসাহী ও আশাবাদী ধরনের মানুষ। সেই সাথে তাঁরা জানেন যে, ব্যবসার উন্নতি ঘটানোর পাশাপাশি নিজের “দক্ষতা ও জ্ঞানের উন্নতি করা কতটা দরকার।”
পৃথিবীর সেরা উদ্যোক্তাদের দিকে তাকালে দেখা যায়,তাঁরা সব সময়েই নিজেদের আপগ্রেড করার জন্য নতুন নতুন জ্ঞান ও দক্ষতা শেখার চেষ্টা করেন। প্রতিযোগীতায় টিঁকে থাকতে এবং ব্যবসাকে এগিয়ে নেয়ার এটাই সেরা উপায়। শুধু ব্যবসার পেছনে বিনিয়োগ করার বদলে যিনি ব্যবসাটি চালাচ্ছেন, তাঁর পেছনেও বিনিয়োগের দরকার আছে। উদ্যোক্তা নিজে যত উন্নত হবেন, তাঁর ব্যবসাও তত উন্নত হবে।
আমি বরং আজকের আলোচনায় সবাই কে একটা করে পয়েন্ট বলতে বলি?
সৌভিক- “গায়ে কাঁদা মাখতে শিখুন”।
আলোচনা অনেক দীর্ঘায়িত হবে এই গুলি ব্যাখ্যা করলে।
তাই আমার মনে হয় আবার অন্য সময়ে এই গুলি নিয়ে আলোচনা করি। সবাই একত্রে বললো আচ্ছা তাহলে খুব দ্রুতই আমরা বসবো ইনশাআল্লাহ।