এই মেঘলা দিলে একলা ঘরে থাকে না তো মন, উহু উহু করে একতু ভেড়া গলায় অফিসে বলে গুন গুন করছিলো সৌভিক আর ক্লায়েন্ট ম্যাসেজ রিপ্লাই দিচ্ছিলো।
সৌভিকঃ হুম ভালো কথা বলেছেন, দিনে দুইটার জায়গায় একটা পোষ্ট করায় অনেকেই ম্যাসেজ করেছেন। কিন্তু আপাতত একটাই করছি কারন ছোট বোনের বিয়ে আজ,বাবুর্চির রান্না চলমান আর আমি বসে লিখছি।
সৌভিক- ফোন টা হাতে নিয়েই
অধরা অরিন কে ফোন দিলো আর জানালো মিটিং জয়েন করার কথা।
অধরা- জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল..
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ বিটনুন আর চুরমুরের গল্প বল।
বন্ধু চল..
রিয়া- বন্ধু চল.. রোদ্দুরে..
মন কেমন.. মাঠজুড়ে..
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
তিনজনে মিলেই অনলাইনে মিটিং টা শুরু করে একে কে জয়েন করালো সবাই কে।
সৌভিক- তাহলে এবার কালকের সব গুলা পয়েন্ট বিস্তারিত বলা হোক নাকি?
ধরুন আপনি কাপড়ের ব্যাবসা করবেন তাহলে আপনি টাকা নিয়ে নেমে গেলেই হবে না।
আগে লেখাপড়া করতে হবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
সৌভিক- ভাই আপনি সঠিক বলেছেন।
যেমন- ইলন মাস্ক স্পেস এক্স চালু করার সময়ে তাঁর হাতে এত টাকা ছিল যে তিনি চাইলেই যে কোনও সময়ে অনেক বড় বড় রকেট বিজ্ঞানীকে মোটা বেতনে কাজে লাগিয়ে কোম্পানীর কাজ চালিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে আগে নিজে নিজে পড়াশুনা করে রকেট ও মহাকাশ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপরই কাজে নেমেছেন।
সফল উদ্যোক্তা হবার জন্য আপনাকে যেমন ঐ নিদৃষ্ট বিষয়ে মাষ্টার হতে হএব তেমন অন্যান্য বিষয়ে ও টুকিটাকি জ্ঞান রাখতে হবে।
আপনি কিংবা আমি হয়তো সব বিষয়ে মাস্টার হতে পারবেন না, কিন্তু সব বিষয়ের বেসিক ব্যাপারটা জেনে রাখতে পারবেন। এতে নিজের কাজ ও ব্যবসার ক্ষেত্রেও নতুন নতুন আইডিয়ার সমন্বয় ঘটাতে পারবেন – যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে সাহায্য করবে।
সৌভিক- “Try to learn something about Everything and Everything about Something”
প্রথম শুরু করার সময়ে আপনাকে বিশাল টিম নিয়ে কাজ করতে হবে না। হয়তোবা প্রথম পর্যায়ে একাই কাজ করবেন। তারপরও ব্যবসা শুরুর আগেই আপনাকে একটি ভালো টিম গড়া ও তা ম্যানেজ করার দক্ষতা অর্জন করতে হবে। কোনও না কোনও সময়ে গিয়ে আপনাকে টিম চালাতেই হবে। একা বেশিদূর যাওয়া যায় না।
Quest Alliance এর সিইও আকাশ শেঠির মতে, একটি পারফেক্ট টিম হাতের পাঁচ আঙুলের মত। টিমের সবার একই রকম জ্ঞান ও দক্ষতা থাকলে তাকে কোনওভাবেই ভালো টিম বলা যাবে না।
সৌভিক- হাতের পাঁচটি আঙুল সমান হলে কি আমরা এতটা ভালভাবে কাজ করতে পারতাম? সৃষ্টিকর্তা আমাদের হাতের পাঁচটি আঙুলকে আলাদা আকারে বানিয়েছেন, যাতে তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ জীব অন্য জীবের তুলনায় বেশি দক্ষ ভাবে কাজ করতে পারে। ঠিক তেমন টিমের সবাই সমান দক্ষ হবে না কিন্তু তাদের কে নিয়ে কীভাবে বেষ্ট বের করে আনা যায় সেটার দিকে নজর দিতে হবে।
আপনি যে ব্যবসাই করতে চান না কেন, আপনাকে অবশ্যই কমিউনিকেশনে ভালো হতে হবে।
ক্রেতাদের ইমপ্রেস করা, টিম মেম্বারদের ম্যানেজ করা, ইনভেস্টর ধরে আনা, টাকা ধার করা, ব্যাঙ্কের সাথে সম্পর্ক তৈরী করা, কর্মীদের দিয়ে সেরাটা বের করে আনা – অর্থাৎ একটি নতুন ব্যবসার প্রতিটি ক্ষেত্রেই দক্ষ যোগাযোগের প্রয়োজন হবে।
সৌভিক- ব্যবসা শুরুর আগেই যোগাযোগে অনেকটা দক্ষ হয়ে উঠতে হবে।
মানুষ ভুল করবেই। ভুল না করা মানুষ পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। ভুলের উর্ধ্বে মানুষ তখনই উঠতে পারে যখন সে নিজের ভুল বুঝে সেই ভুল থেকে শিখতে পারে।
আপনি যদি সফল উদ্যোক্তা হওয়ার উপায় এর খোঁজে থাকেন, তাহলে নিশ্চই আপনার মাঝে একটি স্বাধীনচেতা মন রয়েছে। এই স্বাধীনচেতা মনটির কিন্তু একটি সমস্যা আছে। সে শুধু নিজের ইচ্ছাতে চলতে চায়। নিজের কাছে যেটা ভালো মনে হয় – সে সেটাই করতে চায়। নতুন কিছু করার জন্য এই মানসিকতা খুবই দরকারী। নাহলে আপনি অন্যের সমালোচনার কারণে থেমে যেতে পারেন। কিন্তু এই মানসিকতা যেন আপনাকে নিজের ভুল দেখা থেকে বিরত না করে।
সৌভিক- ” The BEst way to Continuously improve is to be Your own toughest critic”
“মানুষ তার চিন্তার সমান বড়” – এটি একটি দারুন প্রচলিত উক্তি। এবং যুগে যুগে সফল মানুষেরা এই উক্তিকে সত্যি প্রমাণ করেছেন, এবং এখনও করছেন।
নেপোলিয়ন হিল তাঁর Think and Grow Rich বইয়ে ব্যাখ্যা করেছেন যে, মানুষ যে চিন্তায় দিন রাত কাটায়, যে চিন্তা তার অবচেতনে সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকে – তার জীবনটা আসলে তেমনই হয়।
সৌভিক- “নেপলিয়ন হিল বলেন, যদি কেউ প্রতিদিন কিছু সময়ের জন্য তার স্বপ্নের ভবিষ্যৎকে কল্পনা করে; এবং মনে মনে বলে যে, “আমার এই স্বপ্ন একদিন পূরণ হবে/ আমি ‘অমুক দিন’ এই স্বপ্ন পূরণ করবো” – তাহলে মনে এক অজেয় বিশ্বাসের জন্ম নেবে। নিজে নিজেই একটা সময়ে বুঝবেন যে আপনি কাজটি করতে পারবেন।”
যে ব্যবসাই করেন না কেন, আপনাকে হিসাবরক্ষণ (accounting), ব্যাংকিং, মার্কেটিং, ট্যাক্স, ব্যবসায়িক ও মুদ্রা আইন সম্পর্কে জানতে হবে।
আপনি হয়তো রেস্টুরেন্টের ব্যবসা করতে চান, এবং খাবারের বিষয়টা খুব ভালোকরে জানেন। সেটা অবশ্যই জানতে হবে। কিন্তু ভালোভাবে ব্যবসা করতে হলে আপনাকে হিসাবের ব্যাপারেও পাকা হতে হবে। ব্যাপারটা এমন নয় যে আপনাকে হিসাববিজ্ঞান বা ফাইন্যান্সে ডিগ্রী নিতে হবে – কিন্তু টাকার হিসাব কিভাবে ঠিকমত রাখতে হয়, লাভ ক্ষতি কিভাবে বের করতে হয়, ইত্যাদি ব্যাপারে আইডিয়া থাকতে হবে।
সৌভিক- উকিল মানুষ তো উনি আবার মামলা থেকে বাঁচাতে চাইলেন।
সৌভিক- “গায়ে কাঁদা মাখতে শিখুন”।
ভারতের বাজারে সেরা অনলাইন শপ হলো
Flipcart.com. বর্তমানে পুরো ভারতজুড়ে তাদের মাল্টি মিলিয়ন ডলারের ব্যবসা। শুরুতেএই শপের দুই উদ্যোক্তা বিনি বানসাল ও শচীন বানসাল নিজেরাই পন্য ডেলিভারী করতেন। ওয়েব সাইট চালানো থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাজও তাঁরা করেছেন। এবং এভাবেই ধীরে ধীরে তাঁরা তাঁদের ব্যবসাকে গড়ে তুলেছেন।
আমাদের অনেকেই মাথায় ভালো ভালো আইডিয়া নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের অজুহাত: তারা লোকের অভাবে কাজ করতে পারে না। অনেকটা জনপ্রিয় বাংলা প্রবাদ “ধরি মাছ, না ছুঁই পানি” এর মত অবস্থা। কিন্তু বাস্তবতা হলো, মাছ ধরতে হলে আপনাকে হাতে কাদা লাগাতেই হবে। আজকের অনেক বড় বড় সফল উদ্যোক্তা এক সময়ে হকারের মত রাস্তায় রাস্তায় তাঁদের পন্য বিক্রী করেছেন। সফল উদ্যোক্তা হওয়ার একটি প্রধান উপায় হলো, সব ধরনের অহেতুক লজ্জা ঝেড়ে ফেলে শুধু লক্ষ্যের দিকে ফোকাস রাখতে হবে।
আজকের এই বড় পোষ্টের জন্য ক্ষমা চাইছি। কিন্তু সফল হতে গেলে কষ্ট করতেই হবে।