বেশি বেশি পড়ুন
যে শিখতে পছন্দ করে তাকে অন্য সবাই সমীহ করে। যারা স্মার্ট তারা চায় তাদের থেকেও স্মার্ট কারো সান্নিধ্য পেতে। বই পড়ে অনেক কিছু জানা যায় আর এখন বই ছাড়াও আরো অনেক শেখার সরঞ্জাম রয়েছে। কারো সাথে নতুন ধারণা বিনিময় করা আনন্দের খোরাক যোগায়। প্রতি মাসেই যেকোন নতুন বই বা আর্টিকেল পড়ার চেষ্টা করুন। এরপর যারা আগ্রহী তাদের সাথে তথ্য আদান প্রদান করুন। এভাবে আপনি নিজেকে শাণিত করবেন এবং অন্যরাও আপনার জ্ঞানের ভান্ডার দেখে অভিভূত হবে।
অন্যদের প্রতি মনযোগ দিন
অন্যদের সাথে প্রথম বার কথা বলার আগে তাদেরকে পর্যবেক্ষণ করে নিন। জানার চেষ্টা করুন তারা কেমন মানুষ। তারপর সেই অনুযায়ী তাদের সাথে মেশার চেষ্টা করুন। এছাড়াও অন্যদের সাথে কথা বলার সময় তাদের বক্তব্যের প্রতি গুরুত্ব দিন এবং তারা যা জানতে চায় তার সঠিক উত্তর দিন।
আপনার অনলাইন উপস্থিতি আকর্ষণীয় করে তুলুন
নেটওয়ার্কিং এর মাধ্যমে যদি কারো সাথে আপনার পরিচয় না হয়ে থাকে, তাহলে অনলাইনে পরিচয় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আপনার সাথে সরাসরি যোগাযোগ করার পূর্বে অন্যরা আপনার ওয়েবসাইট, লিংকড ইন বা ফেইসবুক প্রোফাইল দেখে নেবে। যদি তারা অনলাইনে আপনার ব্যাপারে ভুল বা পুরনো তথ্য পায়, বা আপনার বিব্রতকর কোন ছবি বা পোস্ট দেখে নেয় তাহলে শুরু থেকেই তারা আপনার ব্যাপারে অত ভাল ধারণা লাও রাখতে পারে। বর্তমান সময়ে সবকিছুই আপ টু ডেট রাখতে হয় আর তাই অনলাইনে আপনার তথ্য হালনাগাদ করে নিন এবং সবকিছু যথাসম্ভব সঠিকভাবে তুলে ধরুন।