হঠাৎ দেখি ফেসবুক আইডি ডিজাবল

 
বেশ আগের কথা,২০২০ এর শেষের দিকে ফেসবুকের এনাউন্সমেন্ট দেখেই আমি কন্টেন্টটা লিখেছিলাম কিন্তু সেইসময়ে অনেকেই বলেছিলেন-ভুয়া পোষ্ট,এইটার কোন সত্যতা নেই।
অথচ আজকের অবস্থা দেখুন-
হুট করেই কর্তৃপক্ষ থেকে ফেসবুক একাউন্ট ডিজেবল হচ্ছে।
যাদের Official Documents (NID, Passport) এর সাথে নিজের একাউন্ট এর Name / Birthday Date মিল নেই তাদের ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে মুলত।তাই আপনারা দ্রুত ঠিক করে নিন। একাউন্ট এর নাম এবং জন্ম সাল গুলো NID, Passport এর মত হুবহু আপডেট করে নিন।
আর যাদের এখনো NID, Passport হয়নি তারা Birthday Certificate এর সাথে মিল রেখেই Name এবং Birthday আপডেট করে নিন।
যদি ডিজেবল হয় তাহলে Official Documents ( NID, Passport ) এর সাথে আপনার নাম এবং জন্ম সাল মিলে তাহলে Appeal এর মাধ্যমে একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন সহায়তার দরকার হলে আমার লেখা কন্টেন্টে নজর রাখুন অথবা পরিচিত কারো সাহায্য নিন।
স্ক্যামারদের প্রতিহত করার জন্য হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ অসংখ্য একাউন্ট যেইগুলা ভুয়া মনে হচ্ছে এবং একই ডিভাইসে অনেক আইডি লগিন করা সেই আইডি গুলো ডিজেবল করে দিচ্ছে। বিশেষ করে যাদের নাম গুলো সঠিক ভাবে নেই সেই একাউন্ট গুলোতেই সমস্যা হচ্ছে।
এই সংক্রান্ত একটি পোষ্ট “সাইবার-৭১” ও দিয়েছে তাদের গ্রুপে।
ফেসবুকিং হোক সঠিক উপায়ে,বাদ থাকুক সকল অনাপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *