মানুষের কাছ থেকে কিছু পাবার জন্য কিছু দিতে হয়। প্রথমে আপনাকেই দিতে হবে। যদি না দেন, তাহলে হয়ত বড় ভুল করছেন। সবাই চেষ্টা করে মানুষের সাথে খাতির করে, নিজের যোগাযোগ বাড়াতে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া বাকিরা কিন্তু একই ভুল বারবার করে।
নিজের শুভাকাঙ্খীর সংখ্যা বাড়াতে চাইলে নিচের ব্যাপারগুলো থেকে দূরে থাকুন।
কিছু দেওয়ার আগেই পাওয়ার ইচ্ছা।
যোগাযোগের মূল উদ্দেশ্য হল, এমন কাউকে আপনার দলে টানা যে আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। আপনার কথা অন্যদের জানাবে। দীর্ঘ মেয়াদে কিছু পাওয়ার জন্যই এই সম্পর্ক তৈরি করা।
কিন্তু প্রথমে নিজে কি চান তা বলতে যাবেন না। আসলে আপনার নিজের প্রয়োজন কাউকে বলারই দরকার নাই। আপনার কি দরকার ভুলে গিয়ে আপনি কি দিতে পারবেন সেদিকে মনোযোগ দিন। সাহায্য করলেই আসল সম্পর্ক আর যোগাযোগ তৈরি হবে। যদি নিজের লাভের জন্য বেশি ঘাটাঘাটি করেন তবে কোন লাভজনক কিছু করতে পারবেন না। দুই পক্ষের কারও জন্যই এটা ভালো হবে না।
যদি মানুষের সাথে যোগাযোগ বাড়াতে চান, তবে মনে রাখবেন অন্যের জন্যই আপনাকে কাজ করতে হবে।এবং এটাও মনে রাখবেন কলিজা কেটে দিলেও সন্তুষ্টি অর্জন করা যাবেনা,তাই লিমিট রেখেই চিন্তা করুন।লিমিট না রাখতে পারলেই অবস্থা হবে আমার মত (বাস্তব শিক্ষা পেয়েছি বলেই লিখছি এই পর্ব)
অন্যরা নিজে থেকে আপনার প্রয়োজন বুঝবে-
এইটা আশা করাটা মারাত্বক গাধাগিরি বলতে পারেন।আপনি খুব বিপদে থাকতে পারেন। হয়ত বড় কোন কোম্পানির সাথে কাজ করলে আপনার ব্যবসা বেঁচে যাবে। এটা নিয়ে কারও মাথাব্যাথা থাকবে না। কেউ চিন্তাও করবে না। এটা সম্পূর্ণই আপনার নিজের সমস্যা।
কেউ আপনাকে সাহায্য করবে সেই আশায় থাকবেন না। মানুষ আপনার জন্য দুঃখ প্রকাশ করতে পারে কিন্তু আপনার জন্য সে কাজ করতে বাধ্য নয়। সাহায্য পাওয়ার একমাত্র উপায় হল অন্যের জন্য কিছু করা। মানুষের খোঁজ নিন, তাদের কিসে সাহায্য লাগবে জেনে নিন।
অন্যের জন্য কাজ করুন, কেবলমাত্র তখনই তারা আপনাকে সাহায্য করবে।তবুও জানবেন- প্রয়োজনে সাহায্য করার মত সবাই হবেনা,বরং যাদের বেশি করে চাইবেন তারাই নাই হয়ে যাবে।