প্রিয়জনকে উপহার দেবার যত বিড়ম্বনা, একটু সাজেশন নেয়া যাক আজ

 
প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর মানেই আবার নতুন করে শুরু হবে বিভিন্ন ইভেন্ট-জন্মদিন,বিবাহ বার্ষিকী,বছরের প্রথম দিন, ভালোবাসা দিবস, ফাগুন,অহেলা বৈশাখ, ঈদ সহ আছে নানান রকম ইভেন্ট।
উপহার দিতে গেলেই আমাদের মাথায় আসে নানান চিন্তা।যেমন- ওর তো সব আছে, ওকে কি দিব উপহার? এই একটা কমন সমস্যাও আছে আমাদের মাঝে। এই মানুষটাকে উপহার দিতে চাইলে কিছুই মাথায় আসে না!
আবার এদিকে আমরা জানি যে- উপহার দিতে সব সময় উপলক্ষের প্রয়োজন হয়না,এজন্যই তো “উইন্ডো শপিং” নামক একটা টার্ম আছে।
চলুন দেখে নিই উপহার হিসাবে আপনি আপনার প্রিয় মানুষকে কি উপহার দিতে পারেন-
  • উপহার হিসেবে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কোথাও খেতে নিতে যেতে পারেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে নতুন স্বাদের কোনো খাবার প্যাকেটে মুড়ে উপহার দিতে পারেন।
  • বাজারে প্রায়ই আসে নতুন স্বাদের কেক, পিৎজা, পাস্তা অথবা বার্গার। সেগুলো তো আছেই। উপহার হিসেবে ভিন্ন ভিন্ন স্বাদের এক বাক্স চকলেটের আবেদন সবার কাছেই সমান
  • একটা ভালো পারফিউম সব সময়ই আবেদনময়। সৌরভপ্রেমীদের আলমারিতে যতই থাকুক না কেন, এক বোতল পারফিউম কখনোই অতিরিক্ত নয়।
কাকে উপহার দিচ্ছেন, এর ব্যাপারটার ওপর অনেকটাই নির্ভর করে, কী উপহার দি্তে হবে তাকে।যেমন ধরুন-
  • একজন সিনেমা প্রেমী মানূষ আছেন, তাকে এক বছরের জন্য কোন OTT Platform Password গিফট দিতে পারেন।
  • একজন আঁকতে খুবই ভালোবাসেন। তাকে দিতে পারেন ছবি আঁকার সরঞ্জাম।
  • কজন হয়তো শিল্পের খুবই কদর করেন। তার কাছে একটা ভালো চিত্রকর্ম কখনোই বাড়তি নয়। বরং সব সময়ই চমৎকার সংযোজন।
  • যিনি বই পড়তে ভালোবাসেন, তাকে একটা বা একসেট বই দিতেই পারেন। কেননা, বইয়ের সংগ্রহের তো আর সীমা–পরিসীমা নেই।
  • বই, গাছ আর ফুল—এই তিন উপহার সব সময় ট্রেন্ডি। ঘরে বা বারান্দার জন্য গাছ উপহার দিতে পারেন। আর প্রিয় মানুষের বাড়িতে একটা ফুলের তোড়া হাতে উপস্থিত হলে কে খুশি না হয়ে পারে!
  • যদি কিছুই উপহার দেওয়ার মতো খুঁজে না পান, তাহলে উপহার দিতে পারেন গিফট কার্ড। যাকে দিচ্ছেন, তিনি তার প্রয়োজনমতো কিছু একটা নিয়ে নিলেন।
  • প্রিয় মানুষকে কোনো ক্লাবের সদস্য করে দিতে পারেন, সেটা তার পছন্দের বা আগ্রহের উপর ডিপেন্ড করে।
  • প্রিয় মানুষটিকে নিয়ে চলে যেতে পারেন সিনেমা হলে। একটা সিনেমা, পপকর্ন, কিছু খাবার, ড্রিঙ্কস—সব মিলিয়ে সুন্দর একটা সময়, এটাও হতে পারে মনে রাখার মতো একটা উপহার।
  • প্রিয় মানুষকে দিতে পারেন স্পা, বডি ম্যাসাজ কিংবা কোন বিউটিফিকেশন / পার্লার খরচ।
  • প্রিয়জনকে দিতে পারেন বেড়ানোর জন্য আসা–যাওয়ার প্লেনের টিকিট বা হোটেলের খরচ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *