“Look alike audience” এমন একটি অডিয়ান্স যার মাধ্যমে নতুন কিছু মানুষ আপনার পণ্য, সেবা বা ব্যবসার ব্যাপারে আগ্রহী হতে পারে।কেননা তাঁরা আপনার বর্তমান ক্রেতার আগ্রহ, আচরণ এবং ডেমোগ্রাফিক ইনফোর সঙ্গে সবচেয়ে বেশী সামঞ্জস্যপূর্ণ বা তার খুব কাছাকাছি এমন মানূষদের কাছে পাঠাবে বলেই এই কনসেপ্টের নাম – “Look alike audience”
নিচে সংযুক্ত ছবিতে আরো একটু বিস্তারিত দেয়া আছে।যাদের একান্তই আগ্রহ আছে তারা দেখে নিবেন।
যখন “Look alike audience” ’ তৈরি করা হয় তখন একটা সোর্স অডিয়েন্স থেকে ডাটা সংগ্রহ করে,সেটার ওপর ভিত্তি করে তা তৈরি করা হয়। এটাকে Seed Audience বলতে পারেন। মূলত কাস্টম অডিয়েন্স থেকে ডাটা নিয়ে “Look alike audience” তৈরি করা হয়।
এই যে কাস্টম অডিয়েন্সের কথা বললাম এটা আবার কি জিনিস?
কাস্টম অডিয়েন্স হলো সেই অডিয়েন্স যারা আগে থেকেই আপনার ব্যবসা সম্বন্ধে কিছু জানে বা আগ্রহ দেখিয়েছে। যেমনঃ যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, মোবাইল অ্যাপ ডাউনলোড করেছে কিংবা আপনার ফেসবুক বিজনেস পেজে লাইক দিয়েছে।
এটা যেমন অনলাইন ডাটা হতে পারে তেমনিভাবে কিছু অফলাইন ডাটা হতে পারে। যেমনঃ আপনার দোকান থেকে যারা কেনাকাটা করেছে বা কোন ইভেন্টে অংশগ্রহণ করেছে। ফেসবুক মানসম্পন্ন এই ধরনের কমন কিছু তথ্যের ওপর ভিত্তি করে অডিয়েন্স চিহ্নিত করে এবং তাঁদেরকে খুঁজে বের করে যারা আপনার বর্তমান ক্রেতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা খুব কাছাকাছি।
স্কেলিং করা চিত্র থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন
আপনি যখন ‘”Look alike audience” তৈরি করবেন তখন এর অডিয়েন্স সাইজ পছন্দ করে দিতে হয়। এর জন্য একটা স্কেল আছে যাতে ১ থেকে ১০ পর্যন্ত ইনডিকেটর আছে। ১-৫ হল ক্ষুদ্র অডিয়েন্স এবং ৬-১০ হল বড় অডিয়েন্স।
ক্ষুদ্র অডিয়েন্স যদি সেট করা হয় তাহলে সেটা খুব বেশী সামঞ্জস্যপূর্ণ হবে আপনার সোর্স অডিয়েন্স এর সঙ্গে। আবার যদি বড় অডিয়েন্স সেট করেন তাহলে সম্ভাব্য রিচ বাড়বে কিন্তু আপনার সোর্স অডিয়েন্স এর সঙ্গে মিলে যাওয়া অডিয়েন্সের হার কমে যাবে।
সোর্স অডিয়েন্স এর জন্য ন্যূনতম ১০০ মানুষের ডাটা থাকতে হবে। তবে ফেসবুকে রিকম্যান্ড করে ১, ০০০ থেকে ৫০, ০০০ মানুষের ডাটা। ভাল ফলাফল পেতে হলে সোর্স ডাটার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
ভালো বীজ থেকে যেমন ভা্লো চারা হয় এবং ভাল ফলন পাওয়া যায় সোর্স ডাটাও ঠিক একইভাবে কাজ করে। অনেকেই আছেন কম পয়সা খরচ করে ফেক লাইক ক্রয় করেন। ঐ সব ডাটা ব্যবহার করে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না বরং হিতে বিপরীত হবে। তাই ফেক লাইক কেনা থেকে বিরত থাকুন।
Afifa Jhumu এর করা প্রশ্নের আলোকে “Look alike audience” নিয়ে লেখা এটি আমার ৫ম কন্টেন্ট।ইনশাআল্লাহ আরো একটি কন্টেন্ট দিয়ে শেষ করবো এই সিরিজ।এখন থেকে এইটাকে টার্গেট করে কাজ করলে ৬ মাস পরে বা ১ বছর পরেই এটার ভালো ফলাফল আপনি পাবেন।