“আক্ষেপ” আর “তুলনা” এই শব্দগুলির সাথে পরিচয় কমবেশি আমাদের সবার।এবং এই পরিচয়ের পর থেকেই সখ্যতাও অনেকের বেশি।
আসলে এই দুইটি শব্দের সাথে সখ্যতা যার যত কম,বাস্তবে তার ভালো থাকার সম্ভাবনা ততই বেশি।
ইদানিং ফেসবুকে আমরা অচেনা অনেক মানুষকে দেখি হয়তো অনেকের পরিবারকেও দেখি।অনেকের মাঝে বিদ্যমান ভালোবাসার বিনিময়টাও দেখি।
এসব দেখে দেখে আবার অনেকেই আক্ষেপও করি একইসাথে তুলনাও করি,কিন্তু বাস্তবে এগুলার খুব কি দরকার আছে?
আমার অন্তত মনেহয়না যে এসব নিয়ে আক্ষেপ করার কিছু আছে।কেন?
আসলে ভালোবাসা কিংবা আবেগ এসব সকল মানুষের মাঝেই আছে একটু ভালো থাকতে চাওয়া কিংবা পরিবারকে সময় দিতে চাওয়ার আপ্রাণ চেষ্টাও সকলের মাঝেই আছে বলে আমার বিশ্বাস।
তাহলে সমস্যা কোথায়?
সমস্যার কিছু নেই,মুলত এক এক জনের ভাব প্রকাশের মাধ্যম আলাদা,আর এক এক জনের উপস্থাপন আলাদা।কেউ সামনে বলতে পছন্দ করে,কেউ লুকিয়ে বলতে পছন্দ করে।
কেউ বা আপনাকে সামনে প্রশংসা করেনা কিন্তু বাইরে সবার সামনেই আপনার সুনাম করে,এটাও ভালোবাসা।
হঠাৎ কেন লিখলাম এমন কিছু?
বিজনেস নিয়েই লিখি ঠিক আছে কিন্তু এখন থেকে কিছু জীবনদর্শন নিয়েও লিখবো,এতে সুবিধা হলো- ব্যাবসার বাইরেও যে একটা জীবন আমাদের আছে সেটা বুঝতে সুবিধা হবে।
শুভ কামনা সবার জন্যই রইলো।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।