পৃথিবীতে সকল কাজই কঠিন কিন্তু সুযোগ আপনার ভাগ্যের দ্বারাই সামনে আসে। সেই সুযোগ হাতছাড়া করা অন্যায়।
সেখানে থাকে দুইটা জিনিস- Compromise & Adjustment.
একটা কাজ করে নিজেকে প্রমাণের জন্য দরকার সুযোগ,দেখা গেলো আপনি সেই সুযোগ পেলেন কিন্তু সেখানে আপনাকে হয় কম্প্রোমাইজ করতে হবে নয়তো এডজাস্ট করতে হবে।
আমরা সচারাচর কম্প্রোমাইজ করি কিন্তু আদতে আমাদের করা উচিত এডজাস্টমেন্ট।
দেখুন- আপনি যে কাজ করতে চাইছেন সেটা মনের মত ভাবে সফল হচ্ছেনা বলে অন্য কাজে সুযোগ খুঁজতে চাওয়াটা হলো কম্প্রোমাইজ।এটা করে সফলতা এলেও শান্তি নেই।
অন্যদিকে- আপনি যেটা করতে চাইছেন সেটা নানান উপায়ে সঠিকভাবে না করা গেলেও,হাল না ছেড়ে আরো উপায় মেনে নিয়ে কাজে সফলতা আনতে চেষ্টা করাটাই হলো- এডজাস্টমেন্ট।
ভেবে দেখুন কোনটা করা উচিত,আর আমরা করছি কোনটা?
পৃথিবীর সব মানুষের জন্যই এটা নিয়ম- বাঁচতে হলে Adjustment এর সাথেই বাঁচতে হবে কিন্তু কম্প্রোমাইজ করে নয়।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE