জীবনের একটা সময় পর্যন্ত আমি মানুষকে শুধুই বিশ্বাস করেছি এবং ঠকেছি।
হুট করে প্রাপ্ত কোন কষ্টের জন্যই আমি সম্পর্কগুলিকে নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছিলাম,এবং যা খুঁজে পেলাম সেটা ভয়ংকর।
কেননা আমি যাদেরকে খুব আপন ভেবে এতটা দিন চলেছি,মুলত তাদের জীবনে আমি শুধুই ব্যবহার করা কোন বস্তুর মত ছিলাম।
এটা আমায় কষ্ট দিয়েছিলো ঠিকই কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করতে সাহায্য করেছিলো।
একটা সময় পর্যন্ত আমি কারো অন্যায় দেখলে কিংবা কারো সম্পর্কে আমার যে ধারণা ছিলো সেটা খারাপ প্রমাণিত হলে কষ্ট পাবার পাশাপাশি তাদের উপরে অনেক রিয়াক্ট করে সম্পর্ক রাখতাম না,বরং উত্তর করতাম সকল জবাবের।
এখন আমি এই জায়গা থেকেও সরে আসতে পেরেছি।এখন শুধুই নিজের মন ও বিবেকের কথা ও বিচার শুনি এবং মানি।আমার সাথে কারো কোন সম্পর্কের অবনতি হলে খুব ঠান্ডা মাথায় নিজের বিবেককে প্রশ্ন করি কি ভুল ছিলো?
বিবেক উত্তর দেয়- মানুষ চিনতে ভুল করেছিলে,যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে তারা সেটার যোগ্য ছিলোনা।তারা কেবলই তোমার অযোগ্য ছিলো।
তুমি তাদের লেভেল থেকে অনেক আগেই নিজেকে আরো বেশি উচ্চতায় আসীন করেছো,তাই তোমার উচিত আরো বহুদুরে ও সামনে তাকানো।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE