আপনার ফেসবুক প্রোফাইল ও নিউজ ফিডকে যেভাবে সাজানো উচিত – পর্ব ০২

আমার আজকের পোষ্ট কে আমি দুইটি ভাগে বিভক্ত করেছি। প্রথম সেকশনে আমরা জানার চেষ্টা করবো কীভাবে আরো সুন্দর করে ফেসবুকে নিজের প্রোফাইল সাজানো যায়।
দ্বিতীয় সেকশনে আমরা জানবো কীভাবে নিউজফিড নিজের পছন্দমত অপটিমাইজ করা যায়।
ফেসবুক একাউন্ট সাজানোর নিয়ম
আপনার ফেসবুক একাউন্ট আপনার প্রদত্ত তথ্যের মাধ্যমে আপডেটেড হয়। আপনার প্রোফাইলই ফেসবুকে আপনার পরিচয় বহন করে। চলুন জেনে নিই, কীভাবে সাজাবেন আপনার প্রোফাইল।
ফেসবুক প্রোফাইল পিকচার দেয়ার নিয়ম
একটি ফেসবুক একাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রোফাইল পিকচার। আপনার একাউন্টের প্রোফাইল পিকচার আপনাকে একই নামের অসংখ্য একাউন্ট থেকে আলাদা করে। এছাড়াও প্রোফাইলে হোক কিংবা কোনো গ্রুপে, আপনার করা পোস্টে আপনার পরিচয় বহন করে এই প্রোফাইল পিকচার।
এছাড়াও আপনি যখন কোনো পোস্ট এ লাইক দেন কিংবা কমেন্ট করেন, তখন যে ব্যাক্তি পোস্ট করেছেন তার কাছে আপনার প্রোফাইল পিকচারযুক্ত নোটিফিকেশন প্রেরণ করা হয়। প্রোফাইল পিকচার যে ফেসবুক একাউন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিশ্চয় উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পেরেছেন। তাই সবসময় আপনার সেরা ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে নির্বাচন করুন।
অন্তত মানূষ যেন বুঝতে পারে এমন একটি ছবি আপনার প্রোফাইলে দিবেন,কেননা এটাই আপনার গ্লোবাল সিভি।
অন্তত ফুল, পাখি,লতাপাতা,কার্টুন বর্জন করুন।
ফেসবুক টাইমলাইন সাজানোর নিয়ম
ফেসবুকে যেকোনো প্রোফাইলের প্রোফাইল পিকচার কিংবা নামে ক্লিক করলে উক্ত প্রোফাইলের টাইমলাইন এ এসে পড়বে। টাইম লাইনকে ওয়াল ও বলা হয়। টাইমলাইনে মূলত উক্ত ব্যবহারকারী প্রদত্ত তথ্য এবং পোস্ট থাকে।
আপনার প্রোফাইলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। টাইমলাইন হল আপনার প্লে-গ্রাউন্ড যেখানে আপনি যা ইচ্ছা যুক্ত করতে পারেন, যা ইচ্ছা পোস্ট করতে পারবেন। এটি অনেকটা আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে।
বর্তমানে আপনার করা পোস্ট দ্বারা মানুষ আপনার মানসিকতাকে বিবেচনা করবে। সুতরাং, ফেসবুকের পাশাপাশি ব্যাক্তিগত জীবনে টাইমলাইন সমানভাবে ভূমিকা পালন করে।
কম্পিউটার থেকে টাইমলাইনে প্রবেশ করলে বাম পাশে আপনার সম্পর্কে আপনার প্রদত্ত বিভিন্ন তথ্য প্রদর্শন করবে, যা এবাউট সেকশন নামে পরিচিত। ডানপাশে আপনার করা বিভিন্ন পোস্ট প্রদর্শিত হবে। মোবাইল থেকে টাইমলাইনে প্রবেশ করলে প্রথমে এবাউট এবং এর নিছে পোস্ট দেখতে পাবেন।
পরের পর্বে আমরা জানবো এই এবাউট সেকশন, নিউজ ফিড, ফেসবুক ব্লক, রিপোর্ট ইত্যাদি সম্পর্কে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *