ফেসবুক আর এর মার্কেটিং যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন,যারা একেবারেই বোঝেন না তারা আমার আগের কন্টেন্ট পড়তে পারেন।এসব জানার পরে আমাদের সবার প্রশ্ন হলো করবো কিভাবে এই ফেসবুক মার্কেটিং?
যাদের মনে এই প্রশ্ন আছে, তাদের জন্য আজকের কন্টেন্ট
-
ফেসবুকে একটি বিজনেস পেইজ তৈরি করুন
-
ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন
-
নিয়মিত পোস্ট করুন
-
পোস্টে ও পেইজের ইনবক্সে দ্রুত সাড়া দিতে চেষ্টা করুন
-
ফেসবুকের ‘Creator Studio’ ব্যবহার করতে পারেন
-
প্রয়োজনে ফেসবুকে বিজ্ঞাপন দিন
-
ফেসবুকে বিভিন্ন প্রমোটেড পোস্ট তৈরি করতে পারেন
-
‘Stories’ তৈরি করতে পারেন
-
পেইজ ও বিজ্ঞাপনের পারফরম্যান্স ডেটা নিয়মিত বিশ্লেষণ করুন
ফেসবুকে মার্কেটিংয়ের জন্য বেশ কিছু টুল রয়েছে এ প্ল্যাটফর্মে। তবে এ টুলগুলো সফলভাবে ব্যবহার করতে হলে আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন। পাশাপাশি জানা দরকার কী উদ্দেশ্য নিয়ে মার্কেটিং করছেন। তাহলে ব্র্যান্ড প্রচারণার কৌশল ঠিক করতে সুবিধা হবে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE