২০২০ থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে, নিম্নোক্ত দুই ধরনের উদ্যোক্তা যাদেরকে আমরা ফ্যান্সি টাইপ উদ্যোক্তা বলতে পারি।
টাইপ-১ঃ মাত্রই শুরু করেছেন। নিজেই একটা পেজ খুলে, একটা ফ্রী এপস থেকে লোগো বানিয়ে, কোনভাবে একটা ৩/৪/৫ বা তারচেয়েও বেশি নাম্বারের একটা সোর্স ম্যানেজ করে, বিভিন্ন গ্রুপে যাচ্ছেন আর মাঞ্জা মাইরা ছবি দিয়ে পোষ্ট করে উদ্ধার করছেন।
কিছু দিনের মধ্যেই দেখা যাচ্ছে- আজ অমুকের সাথে ছবি তো কাল তমুকের সাথে ছবি।আজ অমুক ক্লাস, কাল তমুক ক্লাস এসব করে সার্টিফিকেট, ছবি, ক্রেষ্ট আর তৈল মর্দন করার ভাবখানা দেখে অবস্থা এমন যে, বাইরের সবাই ভাবছে ওরে লাইফ স্টাইল।কিন্তু বছর ঘুরতে না হরতেই বাস্তবতায় ফিরে আসছেন আর সবাইকে খারাপ প্রমাণ করতে ব্যাস্ত থেকে খুলে ফেলছেন- নিজেই উদ্যোক্তাদের নিয়ে গ্রুপ।
এরপরে আবার মিট আপ, ক্রেষ্ট, ছবিসহ নানান হাইপ তুলে ফেলেন এবং এক পর্যায়ে দেখা যায় আর কিছুই নেই।
কেন এমন হচ্ছে বলে মনে করেন আপনি?
টাইপ-২ঃ আমাদের আসে-পাশে অনেকেই আছেন, যাদের নতুন ই-কমার্স বিজনেস অথচ হাই-ফাই অফিস, বেশী স্যালারি দিয়ে এমপ্লয়ি হায়ার করছেন, অনেক টাকা খরচ করে ওয়েব সাইট- অ্যাপ নিয়ে অনেক উচ্ছ্বাস করেন, প্রথম দিকে অনেক অনেক অর্ডার, ডেলিভারি, অনেক কিছু, জায়গায় জায়গায় মিটিং, কেউ কেউ মিটিং এর জন্য বিদেশে যায়, ফ্যান্সি লাইফস্টাইল ইত্যাদি!!
কিন্তু বাস্তবে দেখা যায় এদের অনেকেই ১ বছর পরে আর বিজনেস রান করতে পারেন না। শুধু ছোট কোম্পানি না, পিছনে ব্যাকআপ দেয়ার মত হাজার কোটি টাকার গ্রুপ অব কোম্পানিও ই-কমার্স বিজনেস শুরু করে ১ বছরের আগে বা পরে অনেকেই বিজনেস বন্ধ করে দিয়েছেন বা এখনো ভালো কিছু করার আলোর মুখ দেখছেন না!
আপনার মতে, ই-কমার্স বিজনেসের এতো এতো সম্ভাবনা + ক্যাপিটাল থাকা সত্যেও কেন তারা বিজনেস বন্ধ করে দেন? কেন তাদের উদ্যোগ ফেইল করে বলে আপনি মনে করেন?