আমার-আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।একজন কর্মজীবি মানুষ হিসাবে,সময় আমাদেরকে যতভাবে প্রভাবিত করে,সেটার ভুমিকা অপরিসীম।
আমাদের কর্মজীবনে যতকিছু আমাদেরকে সাহায্য করতে পারে,সময় ব্যবস্থাপনা তাদের মধ্যে সবার উপরে।আমরা সফলতার নাম শুনি এবং সেটার পিছনে ছুটে চলবো বলেই ভেবে থাকি কিন্তু জেনে রাখা উচিত যে, “আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতাই নির্ধারণ করে দেয়,আপনার সফলতা আর ব্যার্থতা”।
আপনি যতটুকু সফলতা পেতে চান কিংবা মন থেকে আশা করেন,সেটা নির্ভর করে- আপনি সময়ের কতটূকু কার্যকারী ব্যবহার নিশ্চিত করেছেন তার উপরে।আমরা সকলের জানি যে, সময় সবচেয়ে মুল্যবান এবন এটিকে যেমন ধরেও রাখা যায়না,তেমন এটিকে আবার ফিরিয়ে আনাও সম্ভব না।
আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য সময়ের প্রয়োজন।তাই আমরা সময়ের ব্যবহার যত ভালোভাবে করতে পারবো,তত বেশি কাজ করতে পারবো।আর এটা তো জানা কথা-যতবেশি কাজ, ততবেশি প্রতিদান।
আমরা এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি,যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছিনা,গত দুইদিনে আমি এটার কঠিন বাস্তবতা লক্ষ্য করেছি বিধায় এখন আমার কাজের সিডিউল পরিবর্তন করেছি।আমি জানি আমাকে,অন্তত অফিসে ৮-১০ ঘন্টা সময় দিতে হবে।এবন সেটা দেবার জন্য এখন আমি আমার মত করে একটা সিডিউল করে নিয়েছি,যেখানে সকালে সকলেই ঘুম থেকে ওঠার আগেই আমি আমার কাজের ৪০% অন্তত এগিয়ে নিতে চাই,কেননা অফিসের মেইন টাইমে তিন-চারবার বিদ্যুৎ থাকছেনা।
আপনাদেরও উচিত নিজের কাজের দিকে কোন প্রকার ছাড় না দিয়ে সেভাবেই এগিয়ে যাওয়া এবং ন্তুন সিডিউলে কাজ করতে থাকা।