ও জানালো এমনই যে, রিচ কিছুটা কম।
আগামী ১৫-০৭-২০২২ পর্যন্ত পারিবারিক কাজের ব্যাস্ততা অনেক বেশি এইজন্য আমি একটু ইনএকটিভ তাই সকল নিউজ সঠিক সময়ে দিতে পারিনি,তবুও অনেকের ম্যাসেজ দেখে মনে হলো এটা নিয়ে একটু জানানো উচিত।
ফেসবুক, মেটাতে রুপান্তরিত হবার পর এইতো কয়েকদিন আগেই হয়ে গেলো প্রথমবারের এডস ম্যানেজার আপডেট।ইতিপূর্বের অভিজ্ঞতাগুলি থেকে একটা কমন ব্যাপার লক্ষ করা যায়,সেটা হলো- যেকোন আপডেটের পরে, কিছুদিন ফেসবুকের রিচ এমনিই কম থাকে,সেটা পার্সোনাল প্রোফাইল,পেজ ও গ্রুপ সবখানেই।আর এই সময়েই ফেসবুক তাদের একটিভ ইউজারদের আইডেন্টিফাই করে সহজে।আমরা অনেকেই এই সময়ে একটিভিটি কমিয়ে দিয়ে রিলাক্সে হাত-পা গুটিয়ে বসে থাকি।
আর সেই সুযোগে একটিভ পেজের এডমিন ও আইডি গুলি আরো বেশি একটিভিটি ব্যাজ পেয়ে, পেজের রিচ ও ভবিষ্যত সুন্দর করে ফেলে। এখন আপনাদের প্রতি আমার সাজেশন হলো- নিজের কাজে ফোকাসড থেকে নিয়মিত কাজ করে যান।
মাত্রই আপডেট শেষ হল, ১০-১৫ দিনের মধ্যে সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।এই সময়ে নিজেকে একটিভ রাখুন সবখানেই।আর বিজনেসে তো ধৈর্য্য লাগেই।আপনারা সকলেই ধৈর্য্য নিয়ে কন্টেন্ট লেখেন কিন্তু মানেন কতজন?
এই সময়ে পেজে কি কি করতে পারেন,সেটা জানতে আমার লেখা কন্টেন্ট পড়ুন।এই গ্রুপে সার্চ করে পড়ুন-” ফেসবুক পেজের রিচ” নিয়ে।