এমন একটা ট্রেন্ড আমরা হুজুগে জাতি হিসাবে আবার ভাইরাল করে ফেলেছি,আসলে এটার কোন অর্থই নেই।
ধরুন,
Abida Khan Shompa আপু আমার নিকট থেকে আইটি সেবা নিয়ে থাকেন।এখন আমার একটা ড্রেস কিনতে হবে কিন্তু ওনার কাছে নাই,তাই ওনার থেকে নেবার কোন সুযোগ নেই।
আবার আমার একটা শাড়ির দরকার,অবশ্যই যেহেতু উনি আমার পরিচিত তাই ওনার কাছেও আমার চাহিদা জানাবো।যদি ওনার পন্য আমার ভালো লাগে,বাজেটে মিলে যায়,সবদিক থেকেই যদি সাপোর্টেড হয় তাহলে নিলাম।আবার না হলে নিলাম না।
আমার নিকট অনেক শাড়ি ওয়ালি পরিচিত থাকবে,তেমনই থাকবে- নিত্যপ্রয়োজনীয় সকল কিছুর ক্রেতা ও বিক্রেতা।তাই বলে আমি কি সবার নিকট থেকে কিনে কিনে এনে ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক তৈরি করবো?
ব্যাপারটা আসলে মোটেও এমন না,আমি সর্বদাই বলি- আমার দ্বারা আপনার যদি ১০ টাকা ইনকাম হয়,আল্লাহ পাকের ইশারায়,তাহলে আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি আমার পিছনেই আবার ৫ টাকা খরচ করে ফেলেন,তাহলে আপনাকে বিজনেস করতে বললো কে?
আপনি আমার পন্যের ক্রেতা,আমি আপনার পন্যের ক্রেতা।এই কথার আসলে কোন ভিত্তি নাই।