ফেসবুকে যেভাবে দিনের পর দিন, বিভিন্ন ধরনের আপডেট আসছে তাতে করে সকলেরই লেখাপড়া কিংবা জানার মান আরো বাড়াতে হবে।
অন্যথায় কোন দিন নিজের পেজ বা নিজের আইডি হুট করে হাওয়া হয়ে যাবে সেটাই বুঝবেননা আবার বিভিন্ন ধরনের আপডেটের পরেই বিভিন্ন ধরনের সমস্যা সামনে নিয়ে আসছে।
এতে করে আমার কিংবা আপনার খুব সাজানো-গোছানো ফেসবুক পেজ টাতেও হুট করে রিচ কমিয়ে দিচ্ছে,আর এতে করে সেল জেনারেট করাটাও কঠিন হয়ে যাচ্ছে। একবার পড়ে গেলে সেই পেজ আবার নতুন করে তোলাটা খুবই কঠিন হচ্ছে।
এছাড়া ফেসবুক পেজ রেস্ট্রিকশন এই পলিসি এর কাছেই এখনো গুবলেট টাইপের মনে হয়, সেখানে না জানা মানুষেরা কিভাবে কি করবে সেটাই চিন্তার।
শুধুমাত্র একটা ফেসবুক পেইজ কিংবা ফেসবুক আইডি উপর নির্ভর করে বিজনেস করাটা নিতান্তই বোকামি।