উদ্যোক্তাদের নিয়ে কাজ করি,এই কাজ করতে আসার পিছনে একটা বড় কারন হলো- চোখের সামনে ঘটে যাওয়া অন্যায় আর লোক ঠকানো দেখতে না পারা।
এই কাজগুলি করতে যেয়ে আমি অনেককিছু ছেড়েছি যেটা হয়তো অনেকেই অনুধাবন করতে পারবেন না।
যেদিন,আমার দ্বারা উপকৃত হয়েছেন এবং নিজেরা স্বাবলম্বী এমম উদ্যোক্তাদের সংখ্যা ১০০+ হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন,একটা অনুষ্ঠান করে কথাগুলি বলবো।
যাহোক-এই কাজগুলির মধ্যে একটি হলো,উদ্যোক্তাদের জন্য মেলা আয়োজন করা।নিজের পকেটের টাকা দিয়ে স্পট ভাড়া নেয়া থেকে শুরু হয়,যার শেষে এসে- অফিসের সবার শুক্রবারের ছুটিটাও বাদ দিয়ে দিই আমি।
আজ টানা চারদিন অফিসে মেলার কাজ ব্যাতিত অন্য সকল কাজ বন্ধ,আসলে কাজ বন্ধ না,আমরা করার মত সুযোগ পাচ্ছিনা।এতে হয়তো অনেকেই রাগ করছেন কেউবা দোষ ও দেখছেন।
এত কিছুর মাঝেই নিয়োগ দিতে হচ্ছে আবার কাজ জমা রাখার হার্ডডিস্ক টা নষ্ট হয়ে গেছে,যেখানে অন্তত ২০০ লোগো ছিলো,আর অন্য ফাইলের সংখ্যা ১০০০০+ তো হবেই।
এতকিছু স্যাক্রিফাইস করার একটাই কারন- মানুষের কল্যানে কাজ করার অর্থ যে,নিজের পকেট ভরতে চাওয়া নয় সেটি প্রমাণ করা।
May be an image of 1 person, beard, sunglasses and outdoors
Shamima Sultana, Nihar Parvin Nipa and 46 others
Like

Comment
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *