আমাদের অনেকেরই অনেক দুঃখ-কষ্টের সাথী এছাড়া অনেকেরই প্রাণপ্রিয়, Facebook () আমাদের সহ অন্যান্য চারিপাশের ঠেলা সামলাতে না পেরে শেষ পর্যন্ত নিজের বুদ্ধিগুলো নিজেই খেয়ে পাগলে পরিণত হচ্ছে দিনকে দিন।
আমার কথার আসল সারমর্ম হলো, ফেসবুক নামক রোবট আমাদের সারকাজ-কর্ম না বুঝেই, কথার কন্টেক্সট নাবুঝেই, কোনটা অফেনসিভ আর কোনটা ফ্রেন্ডলি টার্ম সেটাও নাবুঝেই! ধুমধাম বলে দিচ্ছে “Your post/comment goes against our community standard”.
তাই বন্ধুদের মজা করে গালি দেওয়া, কিংবা ডাবল মিনিং আছে, যার একটা মিনিং নেগেটিভ হতে পারে এরকম কোন শব্দ ফেসবুকে লিখা থেকে বিরত থাকুন। নইলে আইডী/পেজ/গ্রুপ খোয়া যেতে পারে নিমিষেই।
একটু সতর্ক থেকে কমেন্ট করেন।