সেশন- ১.৬
এফ কমার্স সিরিজের ৫টি পর্বে আমরা মোটামুটিভাবে একটি বেসিক ধারণা পেয়েছি।এখন আসলে সিধান্ত নেবার পালা আমরা শুরুটা এফ-কমার্স দিয়ে কিভাবে করবো।আজকের লেখাটা সেই আলোকেই।
টপিক- কিভাবে এফ কমার্স ব্যাবসা শুরু করবেন
✅নলেজ ০-
আমরা সকলেই জানি যখন অনলাইনে পন্য কেনাবেচা বা ব্যাবসা করা হয় তখন সেটাকে ই-কমার্স বলে।এবং ই-কমার্স ব্যাবসা করতে গেলে আপনার দরকার হবে একটি ওয়েব সাইট।
আবার কেউ যদি চিন্তা করেন যে উনি ওয়েব সাইট করবেন না শুধুমাত্র ফেসবুকের দেয়া ফিচার ফেসবুক পেইজ এর মাধ্যমে পন্য কেনাবেচা করবেন তাহলে সেই ব্যাবসা কে বলে এফ-কমার্স।
✅ নলেজ ১-
যেই ভাবনা সেই কাজ, শুরু হয়ে গেল নাম খোজার ধুম, নাম খুঁজতে গিয়ে তাড়াহুড়া করে খুব সহজেই একটা ইয়া বড় নাম দিয়ে দিলাম,সেই সাথে খুলে ফেললাম পেইজ।
মস্ত বড় ভূল করলেন।
সমাধান- নাম নির্বাচনে সনয় নিতে হবে, কিভাবে নাম নির্বাচন করবেন সেটি জানতে আমার লেখা কন্টেন্ট সার্চ করে পড়ূন।
✅ নলেজ ২-
এবার শুরু হলো পন্যের ছবি আর বিবরন দিয়ে পোষ্ট করা।আরে বাহ পন্যের ছবি দেবার সাথে সাথেই মানুষ হুমড়ি খেয়ে পড়লো ব্যাবসা আমার তুঙ্গে।
আমাকে আর পায় কে?
আবার ভূল।
দেখুন আমরা সকলেই পেজ খুলে পেইজ বুষ্টিং করা নিয়ে ব্যাস্ত কারন কি?
লাইক দরকার পেজে।
লাইক দিয়ে লাভ কি? যদি সেই লাইক দেয়া মানুষ গুলি আপনার কাজে না লাগে। আপনার পোষ্ট কে না দেখে।
সমাধান- আপনি আগে পেইজ টা খোলার পরে সুন্দর করে পেইজ টাকে গোছান।
কীভাবে গোছাবেন সেটি জানতে আমার লেখা কন্টেন্ট পড়ুন।
পেইজ গোছানো হলে একটি পিন পোষ্ট সহ পেইজে আপনার বন্ধু তালিকার সবাই কে ইনভাইট করুন। লাইক আসবে।
✅ নলেজ ৩-
পেইজে ইনভাইট দিলাম আর লাইক আসতেই থাকলো আর বন্ধুরা সবাই কিনতে থাকলো। অর্ডার বেশ, কিন্তু না আবার চিন্তায় ভূল।
সমাধান- আপনি যে পেইজ দিয়ে ব্যাবসা করছেন ব্যাপার টা কে ভূলে যান, ব্যাবসা কে সার্ভিস হিসাবে ভাবুন।
ধরুন, আমাদের Sharmin Sultana আপুর একটি হোম মেড ফুডের ব্যাবসার জন্য পেইজ আছে।
উনি প্রতিদিন খাবারের ছবি দেয় আর দাম দিয়ে পোষ্ট করেন।প্রথম কিছু দিনে হয়তো মানুষ দেখবে তারপরে আগ্রহ হারাবে।
কেন?
কারন আপনি তো আপনার সার্কেল দিয়ে শুধু ব্যাবসা করছেন।সার্কেল কে সার্ভিস দিচ্ছেন না।
তাহলে কি করতে হবে?
ধরুন বাদাম সেল করার একটা পোষ্ট দিবেন।
তাহলে আপনি বাদামের উপকারীতা, বাদাম খেলে কি হয় এই সকল পোষ্ট করুন আগে। তারপরে বাদাম সেল করুন মানুষ দেখবে।
মোট কথা হলো পেইজে আগে মানুষ কেন আসবে তার চিন্তা করুন।কেন আপনার পেইজ আমি দেখবো যদি আমার উপকারে না আসে।
তাই আগে এভাবে পোষ্ট গুলি পড়ে কাগজ কলমে নোট করুন।
যে বিষয়ে জানতে চাইছেন সেই বিষয়ে কমেন্ট করুন, লিখবো ইনশাআল্লাহ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *