সেশন- ১.১০
ই-কমার্স বিজনেসের প্রকারভেদ – শেষ পর্ব
বিজনেস করার দরকার তাই করি,কিন্তু জানিনা আসলেই যে বিজনেসের যে প্রকারভেদ আছে,আমি তার মধ্যে কোন দলে পড়ি।
গত পর্বে আমরা মুলত ২ টি প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি,আজ বাকি দুইটা অংশ নিয়ে আলোচনা করছি-
Consumer to consumer (C2C) ভোক্তা থেকে ভোক্তা
এখানে লেনদেন দুজন উপভোক্তার (consumer) মধ্যে হয়ে থাকে। মানে, দুজন উপভোক্তা পরস্পরে অনলাইনে নিজেদের মধ্যে products /services এর বেচা কেনা করে থাকেন।
যেরকম ebay, QUIKER বা OLX এর কথা বলা যেতে পারে।
এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে একজন ব্যক্তি তার সেবা বা পণ্য আরেক জন ব্যক্তিকে বিক্রি করতে পারেন বা আরেক জন ব্যক্তির থেকে পণ্য কিনে নিতেও পারবেন।
Consumer to business (C2B) ভোক্তা থেকে ব্যবসা
এটা হলো এমন এক electronic commerce business model, যেখানে consumer এবং business মধ্যে লেনদেন হয়ে থাকে। এখানে, consumer রা নিজের উৎপাদিত, পণ্য বা সার্ভিস গুলোকে কোম্পানি গুলোর কাছে বিক্রি করার প্রস্তাব দিয়ে থাকেন এবং কোম্পানি গুলো কনজিউমার দের টাকা দিয়ে সেগুলো কিনেন।
যেমন, online product review, social media promotion, online product promotion/review ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে company / business গুলো সাধারণ consumer দের টাকা দিয়ে সার্ভিস কিনে থাকে।