আমরা বিজনেস করতে নেমে গেছি, এবং অনেকেই হয়তো মাস শেষে টাকা উপার্জন করছি এবং মনে করছি ই-কমার্স বিজনেস বোধহয় এমনই সোজা একটা ব্যাপার।
আদতে, সকল কাজের একটা সঠিক ও সিষ্টেমেটিক পদ্ধতি আছে আর এই কারনেই আমি বলি- যেকোন কাজ থেকে টাকা ইনকাম হওয়া মানেই সেটি সঠিক পদ্ধতি না।
বহিঃবিশ্বে যেভাবে ই-কমার্স ট্রেন্ড চালু হচ্ছে এবং এর প্রসার ঘটছে, সেই হিসাবে একটা কথা অনায়াসে বলে দেয়া যায় যে- যারা সঠিক ট্রেন্ড মেনে ও জ্ঞান নিয়ে লাজ করবে তারাই দিনশেষে টিকে থাকবে এবং বাকিরা ঝরে পড়বে।
আমার সাথে পরিচিত অন্তত ৯৫% মানুষের ক্ষেত্রেই তাদের বিজনেস পরিকপনাতেই গলদ আমি দেখেছি। বিছিন্নভাবে কিছু মানুষ ইনকাম করলেই তো সেটি একটা সেক্টরের মানদন্ড হতে পারেনা।তাই জানতে হবে সঠিক পদ্ধতি।
এই গ্রুপ আর আমার ব্যাক্তিগত প্রোফাইল ইলে যদি আমি ১০০ জনকেও সঠিক শিক্ষা দিতে পারি তাহলে সেটাই আমার কাজের স্বার্থকতা।আমি সেই লক্ষ্যেই শুরু করেছি- অনলাইন ওয়ার্কশপ।
মাত্র ১০০ টাকা খরচ করে আপনি আপনার কমফোর্ট জোনে বসে থেকে নিতে পারবেন এই সুবিধা। আর এমন কাজের প্রচার যত হবে, তত লাভবান হবে সাধারন মানুষ।কারন একটা অডিও ক্লাসের জন্যও এখন সাধারন মানুষকে গুনতে হয় ৮০০-১২০০ টাকা।
আজ বিকাল ৪ টাই অনুষ্ঠিত হবে ৩য় ওয়ার্কশপটি।আপনিও অংশ নিতে পারেন ব্যানারে দেয়া নাম্বারে বিকাশ করে আমাকে ইনবক্স করে। রেজিষ্ট্রেশন করতে পারবেন- দুপুর ২ টা পর্যন্ত।