ই–কমার্স ব্যবসা শুরু করার আগে করণীয় কাজ গুলি এবং কৌশলগত দিক গুলি জেনে নিই।

সেশন- ১.৪
ই–কমার্স ব্যবসা শুরু করার আগে করণীয় কাজ গুলি এবং কৌশলগত দিক গুলি জেনে নিই।
ই-কমার্স ব্যবসা করতে হলে আপনাকে তেমন বেশি কষ্ট করতে হবে না । ই-কমার্স ব্যবসাটি সরাসরি তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। আমাদের দেশে এর সম্ভাবনা অনেক। ই-কমার্সের সুবিধা হলো এখানে পুঁজি লাগে কম। শুধু আপনার ইচ্ছাশক্তি, সৃজনশীলতা ও পরিশ্রমই ই-কমার্স ব্যবসার সবচেয়ে বড় পুঁজি। এই ব্যবসা পরিচালনার জন্য অনেক মাধ্যমের প্রয়োজন হয়।
ব্যবসায়ী, খুচরা বিক্রেতা, সেবাদাতা, ব্যাংক, নীতি নির্ধারক, থার্ড পেমেন্ট প্রসেসর এবং সর্বোপরি, ক্রেতা বা ভোক্তাদের ই-কমার্সের মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এসব মাধ্যমকে এক প্ল্যাটফর্মে এনে আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনাই হচ্ছে ই-কমার্স।
এই ব্যবসা চালুর জন্য গ্রাউন্ড ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যবসায়িক মডেলসহ ব্যবসা পরিচালনার একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। আসুন ই-কমার্স ব্যবসা করতে কি কি কাজ করতে হবে তার বিষয়ে
একটু জেনে নিই।
ই-কমার্স ব্যবসা শুরু করার কৌশলগত বিষয়সমূহ:
১. ই-কমার্স ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।
২.ই-কমার্স সাইটটিকে ওয়েবসাইট অনুসন্ধানের প্রথম দিকে নিয়ে আসার জন্য এসইও সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ, সাইটটিতে যতো বেশি ভিজিটর বাড়ানো যাবে ততো বেশি পণ্য ক্রয়-বিক্রয় বাড়ানো সম্ভব হবে।
এস ই ও সম্পর্কে আমার পোষ্ট আছে বিস্তারিত।
৩.:ই-কমার্স ব্যবসা পরিচালনা করা জন্য বিভিন্ন পণ্যের গুনগত মানের উপর কন্টেন্ট লিখতে হবে এবং প্রোডাক্ট বা কনটেন্ট মার্কেটিং করতে হবে।
৪. ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং পণ্য বিক্রি করতে হবে।
৫. ই-কমার্স ব্যবসা পরিচালনা করা জন্যে এবং ব্যবসার প্রসার বাড়ানোর জন্য প্রচার মাধ্যমের সহায়তা করতে হবে ।
৬. ই-কমার্স ব্যবসার পন্য প্রচার প্রচারনার জন্য বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে।যেন মানুষ পন্যটি সর্ম্পকে জানতে পারে।
৭. ছবি তোলা  অডিও–ভিডিও এবং তা আপলোড করার দক্ষতা থাকতে হবে।
৮. পণ্যটি সম্পর্কে লেখা  আকর্ষণীয় শিরোনাম তৈরির দক্ষতা থাকতে হবে।
৯. প্রোডাক্ট বা কনটেন্ট এর চাহিদা নিরূপণের জন্য গবেষণা বা সার্ভে করতে হবে।
১০. পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যাংক  মোবাইল ব্যাংকিং সুবিধা ভালো থাকতে হবে।
১১. পণ্য পরিবহন ব্যবস্থা ভালো হতে হবে যেন সময় মতো পন্য গ্রাহকের নিকট দেওয়া যেতে পারে।
১২. ভোক্তার সঙ্গে অটোমেইলে কানেক্টিভিটি থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *