আপনারা যারা সঠিক একটা গাইডলাইন চেয়েছিলেন তাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম।
কার্যক্রমে কি কি করতে হবে,সকল নির্দেশনা আমি দিয়ে দিব।নির্দেশনা মেনে কাজ করে সমস্যা হলে আমি ইনশাআল্লাহ দ্বায়িত্ব নিয়ে সমাধান করতে চাই।তবে তারা সঠিকভাবে মান্য করবেন না তাদের নিয়ে মাথাব্যাথা নাই।
টপিক-০১ঃ
যেহেতু যেকোন কাজই আমাদের রুটিনমাফিক করা উচিত,তাই সবার আগে আমি এই কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক যারা তাদের রুটিন পেতে চাই।
২৪ ঘন্টা থেকে আপনার কাজের জন্য সময় কতটা আছে?
ঘুম, খাওয়া রিক্রিয়েশনে সময় যাচ্ছে কতটা
কোথায় সময়টা কমিয়ে আপনার উদ্যোগে সময় বেশি দিতে ইচ্ছা করে
আপনার উদ্যোগে সময় যতটা দিচ্ছেন সেটাতে আপনি সন্তুষ্ট কিনা
আপনার রুটিন আমাকে ইনবক্স করবেন,আজ রাত ১০ টার মধ্যেই জমা দিতে হবে।