এফ-কমার্স ৮০% আর ই-কমার্স ২০%
ফেসবুক পেজ ৯০% আর ওয়েবসাইট ১০%
বিভিন্ন গ্রুপে একটিভ থাকা ৭০% আর বুষ্ট -প্রমোট ৩০%
বিভিন্ন গ্রুপের এডমিনদের সুনাম করা আর তাদের লাইক,ফ্রেন্ড রিকুয়েষ্ট কিংবা একটা কমেন্টে খুশি হওয়া
না বুঝেই বিভিন্ন সার্টিফিকেট আর ক্লাস করা,সাথে ট্রেনিং আর মেলাতে অংশ নেয়া
বাংলাদেশি পতাকার সাইনে লেখার অর্থ হলো- এটা শুধু এই দেশের কালচার তাই।
মুলত এমন সুযোগের জন্যই এখিন অনেক কোয়ালিটির ধাপ্পাবাজ তৈরি হয়েছে আর আনাচে কানাচে গড়ে উঠেছে আইটি ফার্ম,এজেন্সি আর সফটওয়্যার ফার্ম।
শব্দগুলির ব্যবহার এত খারাপ হয়েছে যে আমাদের কাছে এটাকে খুব চিপ বলে মনে হয় এখন।
ঘরে ঘরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর প্রোগ্রামার।এদিকে উদ্যোক্তা আর ইনফ্লুয়েন্সারের কথা নাই বা বললাম।