গত ১০ দিনে আমি প্রায় ১৫০০ কিলোমিটার বাইক রাইড করেছি, হ্যাঁ রিয়েল রাইডারদের মত অনেক বেশি না হলেও এটা খুব কম নয়।
ঈদে সকলেই মোটামুটি আনন্দ করেই কাটাতে চাই আর আমি এইদিক থেকে আলাদা হয়ে যাবো এমনটা মোটেও নয়।তবে আমার আনন্দ অনেকটাই অন্যের উপরে ডিপেন্ড করে,এইজন্য আমি দ্বায়িত্ব পালন করে আনন্দ পাই।
যাহোক এই বাইক নিয়ে প্রতিদিন বের হবার আগে আর বাইক চালাতে শুরু করার আগে প্রতিদিনের বাইক এক্সিডেন্টের কথাগুলি মনে হতো, তাই আমি মুলত রাস্তার কিছু সমস্যা বের করার চেষ্টা করেছি।
-
বাইক এক্সিডেন্টের পিছনে ৯০% হচ্ছে অজ্ঞতা আর ১০% অসাবধানতা
-
অনেকেই একমত হবেন না তবুও আমি এটাতেই আমার মতামত দিব
-
ম্যাক্সিমাম বাইক চালকেরই নয়, বরং বলা চলে বাংলাদেশের ৯০% চালকের (সকল গাড়ি মিলিয়ে) ড্রাইভিং লাইসেন্স হলো দালাল দিয়ে পাশ করানো।
-
বি আর টি এ সহ অনেকেই আমার কথার বিরোধিতা করতেই পারেন তবুও আমি বলবো এটাই সত্যি,যার প্রমাণ পাওয়া যায় রাস্তায় গেলেই।
সমস্যাগুলি-
-
রাইডারদের জ্ঞানই কম যে আসলে কোন রাস্তায় কিভাবে বাইক চালানো উচিত
-
সিগন্যাল তো বোঝেই না
-
নিজের কন্ট্রোলিং পাওয়ার না বুঝেই চালাতে থাকে হাই স্পিডে
-
ওভারটেকিং করার শয়তানি চিন্তা
-
জ্বোরে চালাতে পারলেই যেন সকল স্মার্টনেস ফুটে ওঠে এমন ভাবনা
-
রাস্তায় বাইক চালানো আর বিপরীত জেন্ডার দেখাকে একই কাজ বলে মনে করা
অন্য চালকদের সমস্যা-
-
রাস্তায় মোটরবাইক চালকদের মানুষই মনে করেনা
-
প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে এদিকে রাস্তায় মাতালের মত চালাতে থাকে
-
অভারটেকিং এর কোন নিয়মই জানেনা
-
রাস্তায় ডিভাইডার থাকে যেন ওয়ান ওয়ে সিষ্টেম টা চালু থাকে,আপনি তখনই ডিভাইডার ক্রস করতে পারবেন যখন আপনার সামনের রাস্তাটা ফাকা এবং অন্য পাশে কোন গাড়ি থাকবেনা,কিন্তু এই জ্ঞানটাই নেই
-
দুরপাল্লার গাড়ি মানে ঢাকা গাড়ি- ঈগল, শ্যামলী, গ্রীন লাইন, এ কে ট্রাভেলস, সোগাহ, হানিফ ইত্যাদি। এদের চালকেরা রাস্তার মাঝখান দিয়ে চালাতে থাকে,যেন সকল রাস্তা নিজের বাবার সম্পত্তি
-
মাইক্রো আর প্রাইভেট চালকদের স্পিড দেখে মনে হয় তারা চাঁদে যাচ্ছে গাড়ি নিয়ে
-
পথচারী লাইন মান্য না করা
-
হাইওয়েতে ইজিবাইক, অটো রিক্সা, অটোভ্যান ও সাইকেল উঠতে দেয়া
এত সমস্যার ভীড়ে আপনি যদি সঠিক জ্ঞান না রেখে এবং সাবধানতা অবলম্বন না করে চালান তাহলে বিপদ আসতে দেরি হবেনা।
বেশি বেশি শেয়ার করে নিজের আপনজনেদের জানিয়ে রাখুন,আপনি কারো বাইকের পিছনে বসলেও হেলমেট নিন এবং সাবধানে চালাতে উতসাহিত করুন।