যেকোন প্রকার ব্যাখাতে যাবার আগে কিছু প্রশ্নের উত্তর দিন-
আচ্ছা, আপনার কি মনেহয় যে, আপনি একটা পন্য কিনতে না পারলে আপনাকে কেউ জ্বোড় করে পন্য দিয়ে দিতে পারবে?
অনলাইনে আমরা কেউ কাউকে দেখছিনা, কারো হাত-পা ধরার চান্সটাও নেই।এরপরেও কি আপনি না চাইলে কেউ আপনাকে পন্য দিতে পারবে?
আপনার ঠিকানায় পন্য পাঠানো হলো, আপনি রিসিভ করলেন না।এক্ষেত্রে কি ডেলিভারিম্যান বা কুরিয়ার কোম্পানি আপনাকে জ্বোর করে পন্য দিয়ে দিতে পারবে?
যদি কোন পন্য জ্বোর করেই কিনে আনেন,তাহলে সেটার পেমেন্ট বা প্রোডাক্ট কোয়ালিটি এসব নিয়ে বলার কোন মানে আছে কি?
ফেসবুকের পাতায় সঠিক জবাব অনেকেই দিতে পারবেন না পোষ্টে,কিন্তু আমি কোনসময় ভুল এবং অন্যায় সমর্থন করিনি আর ভবিষ্যতেও করবোনা।
উপরের সবগুলির উত্তর যখন- নাহ, তখন এই পুশ সেলিং নামক শব্দের আসলেও কি কোন অর্থ আছে?
আমি না কিনলে পৃথিবীর কারো সাধ্য নাই যে, আমাকে একতা পন্য দিবে।এটাই সত্য এবং এটাই বাস্তব।
ভাই-বোন অনেক চামচামি করেছেন,এখন মানূষ অনেক বোঝে।এই হুজুগে মাতাল হবার কারনেই যারা উদ্যোক্তা,তারা ছাড়া সাধারনের মাঝে ই-কমার্স বা এফ-কমার্স নিয়ে কোন হাইপ তৈরি হয়না।
এই নিয়ে লেখা দেখতে দেখতে, চরম বিরক্তি নিয়ে লিখলাম।