পেজ হারিয়ে যাচ্ছে, হুট করেই কেন ভ্যানিশ হয়ে যাচ্ছে?

ইদানিং খুব আতংকের সাথে এই কথাটা শুনছি, ইনবক্সে অনেকেই এর সমাধান চেয়েছেন।
উত্তর- মুলত পেজ কখনো হুট করেই উধাও হয়না, পেজ হারিয়ে গেছে এইটা মুলত ভুল ধারণা।তবে কমিউনিটি গাইডলাইন ব্রেক করলে পেজে সতর্কতা ম্যাসেজ দেয়।আর সেটা মেনে সতর্ক না হলে পেজ আনপাবলিশ করে দেয়।
তাহলে হচ্ছেটা কি?
  • ফেসবুক এখন মেটা হয়েছে বলেই না, আগেই তারা পেজের একটা আপডেট ভার্সন এনেছিলো।
  • আপডেট ভার্সনে পেজ হবে আপনার ফেসবুক প্রোফাইলের ন্যায়
  • আগে যেভাবে প্রোফাইল চালাতেন এখন ঠিক তেমন আলাদা একটা একাউন্ট হিসাবে চালাতে হবে
  • এই আপডেট পেজ এক্সপিরিয়েন্স নটিফিকেশনে অনেকেই না বুঝে ক্লিক করছেন
  • এরপরে নেক্সট নেক্সট করে যাচ্ছেন, তারপরে হুট করেই আর পেজ খুঁজে পাচ্ছেন না
  • অনেকের পেজেই তার অজান্তেই, আইডির এড ম্যানেজার একাউন্ট এডমিন হয়ে যায়,যে কারনে এই আপডেটেড পেজে আর নিজের আইডি খুঁজে পান না
  • অনেকেই এডমিন থেকে বাদ হয়ে যান ভুল করে পরে এমন সমস্যায় পেজকে দেখা যায় কিন্তু এক্সেস করা যায়না
এর কি সমাধান নেই?
  • সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আছে, আপনারা এডমিন এক্সেস হারালেও সেটি ফিরিয়ে দেয়া যায়,আপনি একজন প্রফেশনাল কে জানালে তিনি করে দিবেন, তার পারিশ্রমিক নিয়ে।
সব কাজেই তো প্রফেশনাল লাগছে, লাগছে আলাদা আলাদা পারিশ্রমিক,কি করা যায়?
  • সবচেয়ে ভালো উপায় হলো- প্র্যাক্টিক্যাল ট্রেনিং করে শিখে নিবেন পেজ চালানো ও সকল আপডেট
অথবা অনলাইনে বিজনেস করতে চাইলে- একজন প্রফেশনালের সাথে সব সময় এটাচ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *