একজন টেইলর কিংবা একজন বিউটিশিয়ান কিংবা একজন নাপিতের নিকট একদিনে আপনি কখনোই বেটার এফোর্ট আশা করতে পারবেন না।
ব্যাপারটা আসলেই এমন না যে, শুধুমাত্র এই প্রফেশনগুলিতেই এমন,মুলত সকল কাজেই আপনি একদিনে আপনার মনের মত কিছু পাবেন না।
ধরেন আপনি রান্না করেন,আপনার নিজের কাছেই কি সবদিনে সব রান্নার সাদ সমান লাগে?
নিশ্চয়ই লাগেনা।
যেকোন কাজের জন্য দরকার হলো সাপোর্ট।এবং সেখানে নিয়মিত থাকা।একটা বিশ্বাস নিয়ে একসাথে লেগে থাকা।
একজন হোমমেড খাবারের উদ্যোক্তা,একজন লেডিস টেইলার কিংবা বিউটিশিয়ান, কিংবা একজন আইটি প্রফেশনাল।সবাইকে আপনি আপনার কাজের জন্য সময় দেন।
ভালো আউটপুট আসবেই।