একদিন একটা পরিবার একটি সমুদ্রে বেড়াতে গেলো,ঐ সমুদ্রের অথৈ পানিতে,পরিবারের একটি শিশুর জুতো হারিয়ে গেল। জুতা হারানোর কষ্টে সে সমুদ্র পাড়ে লিখে রাখলো,
“এই সমুদ্রটি চোর”!
কিছুদুরেই একজন জেলে মাছ শিকার করছিলো ঐ সমুদ্রে। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবার কালে সমুদ্র পাড়ে লিখে রাখলো,
“এই সাগর খুবই দয়ালু”!
এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টগবগে যুবকের সলীল সমাধি ঘটল। সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্রপাড়ে লিখে রাখল,
“এই সমুদ্রটি খুনি”!
আবার সেই সমুদ্র থেকেই একজন বৃদ্ধ কিছু মুক্তা কুড়িয়ে পেল। খুশির আতিশয্যে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,
“এই সাগরটি দারুন দানশীল”!
একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঊর্মিমালা। সমুদ্রপাড়ে যা কিছু লিখা ছিল, সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল! এরপর সমুদ্র খুবই শান্তকন্ঠে বলল-
“তুমি অন্যের কথায় কান দিওনা যদি সমুদ্র হতে চাও”!
ক্ষমা করতে শিখুন, অন্যের সমালোচনা হতে দূরে থাকুনঙ্কাজের শুরুতে অনেক তিরষ্কার পাবেন কিন্তু দিনশেষে সবকিছুর মুলে হলো-আপনি কিভাবে এগুলিকে মুল্যায়ন করে এগিয়ে যাচ্ছেন।