উত্তর আপনাদের জানা আছে।
আপনারা যারা এই গ্রুপে নিয়মিত আছেন এবং উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিবেন,তারা অবশ্যই নিজেকে এবং নিজের উদ্যোগকে প্রতিষ্ঠিত করতেই অংশ নিবেন।
আপনারা যেকোন ফেসবুক গ্রুপেই থাকেন নিজের কিছু উপকারের আশাতেই,এবং সেটাই সঠিক।
কোন গ্রুপের এডমিন হয়তো আপনার উপস্থিতিকে নোটিশ করবেনা আবার কোন গ্রুপের এডমিন হয়তো নিদৃষ্ট সংখ্যক কিছু মানুষকে এড্রেস করেন।আবার কেউ হয়তো এমন আছেন যিনি সবাইকে নোটিশ করেন (যদিও এমন পাওয়াটা কঠিন)।
এই ছোট্ট গ্রুপটা বড় হওয়া কিংবা প্রানবন্ত হওয়া কিংবা খুব ভালো একটা গ্রুপে পরিনত হতে পারে কেবল আপনাদের দ্বারায়,এটাই আমি মনে প্রানে বিশ্বাস করি।
তথাপি আপনাদেরও একটা প্রত্যাশা আছে হয়তো এমন যে, সৌভিক ভাইয়া আমাকে একটু গাইড করুন।এই প্রত্যাশা থাকাটা একেবারেই অমুলক নয়,বরং খুব বেশি যৌক্তিক।
আমার গাইডলাইন মুলতবেই গ্রুপের সবার জন্য উন্মুক্ত,তবে স্পেসিফিকভাবে কাউকে সাহায্য করতে গেলে, উদ্যোগ এবং উদ্যোক্তাকে জানতে হয়।
আপনি কেন উদ্যোক্তা হলেন?
এটা নিয়ে আপনার প্ল্যানিং কি?
আপনি মুলত কোন কোন পন্য নিয়ে কাজ করতে চান?
কারা আপনার টার্গেট কাষ্টমার?
এখন আপনার উদ্যোগ কোন পর্যায়ে আছে?
স্বপ্নের কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন?
এগিয়ে যেতে বাঁধা কোথায় বলে মনে করেন আপনি?
আপনার উদ্যোগের প্রধান বিনিয়োগের স্কোপ বের করেছেন? সেখানে বিনিয়োগ করেছেন?
আপনার উদ্যোগের জন্য আপনার কেমন বিনিয়োগ করার ইচ্ছা?
আনুমানিক মাসিক কেমন সেল আপনি প্রত্যাশা করেন?
নিজের মধ্যে কি কি ল্যাগ আছে?
আপনার পেজ কি প্রফেশনাল?
এই পর্যন্ত কি কি করেছেন পেজ থেকে?
কতটুকু পরিশ্রম আপনি করতে রাজি আছেন?
মেন্টরকে মান্য করা বলতে কি বোঝেন? এবং কিভাবে মান্য করতে চান?
কেন আমাকে মেন্টর হিসাবে সিলেক্ট করলেন?
এই প্রশ্নপগুলির উত্তর সম্বলিত একটা টোটাল ভার্চুয়াল চিঠি আমায় ইনবক্স করতে পারেন,যদি একান্তই চিন্তা করেন আমাকে মেনে বা আমার সাজেশন দিয়ে আপনি উদ্যোগকে পরিচালনা করতে চান।
প্রাথমিকভাবে আজকের মধ্যে আসা সকল ইনবক্সের উত্তর প্রদানকারীদের নিয়েই প্রথম ব্যাচ রান করবো ইনশাআল্লাহ।
খোলাচিঠি আহব্বান করছি যা সকলের জন্য উন্মুক্ত।