বিক্রয় বৃদ্ধির কৌশল-০৩
ক্রেতার প্রয়োজনকে বিক্রয় করুনঃ
আপনি যা বিক্রয় করবেন তা যেন হয় ক্রেতার প্রয়োজন। কোন অপ্রয়োজনীয় পণ্য বা সার্ভিস কেউ কিনবে না। তাই কাস্টমার বা গ্রাহকের প্রয়োজন কোন সার্ভিসটি তা খুজে বের করুন। তার সেই প্রয়োজনের উপর সর্বোচ্চ গুরুত্ব দিন এবং প্রয়োজনকে বিক্রয় করুন। একটু ভেবে দেখুন এমনটা হয়ে আসছে অনেককাল থেকে, হয়ত আপনি নিজের ব্যবসায় এর সময় খেয়াল করে উঠতে পারেন নি, যেমন – স্যাম্পু এর মিনি প্যাক ইত্যাদি।
আমি যেমন আমার প্রিমিয়াম প্যাকেজে (ফেসবুক পেজ ডেকোরেশনের) সেইসবগুলি রেখেছি যা একজন উদ্যোক্তার, উদ্যোগকে স্বয়ংসম্পূর্ণ করতে লাগবে।
বেসিক প্যাকেজ দিয়ে আপনি চাইলে কাজ শুরু করতে পারবেন কিংবা স্ট্যান্ডার্ড দিয়েও,কিন্তু প্রিমিয়াম প্যাকেজে যা আছে, সেটা করলে আর কিছু আপনার ;লাগবেনা।