ব্যবসাতে ডিল ক্লোজ করাকেই সবকিছুর শেষ বলে মনে করা
অনেক প্রতিষ্ঠানই ভাবে ডিল ক্লোজ করা মানে সেলস কার্যক্রমের সমাপ্তি হয়ে গেছে। কিন্তু আসল কাজ শুরু হয় ডিল ক্লোজ করার পরেই কারণ তখন গ্রাহকের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে, এমন সম্পর্ক যা বিজনেসকে এগিয়ে নেবে।
এক্ষেত্রে যা করবেনঃ স্বল্প মেয়াদি আয়ের চেয়ে দীর্ঘমেয়াদি সম্পর্কের উপর জোর দিন। আর তখন ডিল ক্লোজ করা প্রক্রিয়ার শেষ নয়, শুরু বলেই পরিগণিত হবে।
যারা আমার সাথে কাজ করেন তারা একটু মনে করে দেখেন তো আমি এসব নিয়ে কি কি করি।