Facebook Boost vs Facebook Ads Campaign

ফেসবুক বুস্ট এবং এড ক্যাম্পেইন, অনেকেই শুধু একটি শব্দের সাথে পরিচিত,তারপরেও প্রশ্ন করছি- কোনটি বেশি কার্যকারী?
আচ্ছা এত মাথাব্যাথা না করলেও চলবে,কারন কোনটা বেশি কার্যকারী তা নিয়ে আলোচনা করবো আজ।
একটি বিজ্ঞাপন দিতে যেখানে ক্যাম্পেইনে দশটি ধাপ অতিক্রম করতে হয় সেখানে বুস্টের ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি ধাপ থাকে। ফলে এটা নিশ্চিত, অ্যাড ক্যাম্পেইন হচ্ছে বুস্টের চেয়ে অনেক বিস্তৃত। যার ফলে পেজের ফলোয়ার কমবেশি যাইহোক না কেনো রেজাল্ট ভালো পাবার সম্ভাবনা বেশি থাকে অ্যাড ক্যাম্পেইনে ।
আর বুস্ট করে ভালো ফলাফল পেতে গেলে কি করণীয় সেটা নিয়ে আমি ইতিমধ্যেই লিখেছি।তাই আজ আর সেদিকে আলোচনা না করি।
ফেসবুক বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্যসমূহঃ
  • বুস্ট আমরা সরাসরি পেজ থেকে করি এবং অ্যাড ক্যাম্পেইন ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে রান করাতে হয়।
যে কারনে বুষ্ট করলে সাথে সাথে উপর থেকে দেখা যায় কি অবস্থায় আছে এড এবন কত কেমন ডলার খরচ হলো,আর এডস ম্যানেজার থেকে করলে সেটা দেখা যায়না।আর দেখা না গেলে ত আপনারা ভাবেন সব টাকা মেরে খেলো বোধহয়।
Shantana Roy দিদি Nasrin Sultana Asha আপু Mymuna Rose আপু কি বলেন?
  • বুস্টের ক্ষেত্রে অ্যাড সেট বা অ্যাড নামের কোনো ব্যাপারস্যাপার নেই। কিন্তু ক্যাম্পেইনে অ্যাড সেট, অ্যাড নামের বিষয়গুলি ক্যাম্পেইন থাকে। ফলে আমরা প্রয়োজন অনুযায়ী একাধিক অ্যাড সেট, অ্যাড নাম তৈরি করতে পারি। একটা ক্যাম্পেইনের মধ্যেই একাধিক ক্রিয়েটিভ/অ্যাড কপি তৈরি করতে পারি এবং এ/বি টেস্টিং এর মাধ্যমে কোন ক্রিয়েটিভ, অডিয়েন্স ভালো পারফরমেন্স করছে তা নির্ণয় করতে পারি।
এতে করে অ্যাড ক্যাম্পেইনে, ভালো ফলাফল আনা যায় অপটিমাইজেশনের মাধ্যমে।কিন্তু আমরা আসলে বুঝতে চাইনা।
  • বিজ্ঞাপনটি আপনি কোন প্লেসে দেখাতে চান ফেসবুক ফিডস, স্টোরি, নাকি শুধু ম্যাসেঞ্জারে এবং কোন ডিভাইসে মোবাইলে নাকি ডেস্কটপে আপনার বিজ্ঞাপনটি দেখাতে চান; তা সিলেক্ট করার অপশন অ্যাড ক্যাম্পেইনে থাকে কিন্তু বুস্টে সবগুলি অপশন থাকেনা।
  • এনগেজমেন্ট, রিচ নাকি ইম্প্রেশনের জন্য ফেসবুককে পে করবেন তার অপশন ক্যাম্পেইনে থাকে, বুস্টেও থাকে কিন্তু বিস্তারিত দিতে গেলে একটু সমস্যা হয়,অনেক কষ্ট করেই এনে দিতে হয়।
  • বিড ক্যাপ, কোস্ট ক্যাপ তথা অ্যাডের প্রতিটি ফলাফলের জন্য বাজেট নির্ধারণের সুযোগ বুস্টে নেই কিন্তু ক্যাম্পেইনে আছে। ফলে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে বিজ্ঞাপন খরচ অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি।
  • অ্যাড ক্যাম্পেইনে CBO (Campaign budget optimization) করার অপশন থাকে, কিন্তু বুস্টেও থাকে তবে সব ফিচার কিছু কম থাকে।
তবে সুবিধা যতই হোক না কেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে বূষ্টেই ভরসা রাখতে হবে,কেননা একটা এডস ক্যাম্পেইন করতে এবং সেটাকে মনিটরিং করতে যে সময় যাবে একজন এক্সপার্টের,সেটার মুল্য এইদেশের উদ্যোক্তা থেকে শুরু করে কোন ব্যবসায়ী দিতে রাজী হয়না,এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি।
ধরুন- কেউ ১০০ ডলার বুষ্ট করছে,এখন সেটার মুল্য হলো ডলার রেট মেনে ১৪০০০ টাকা আসছে।যদি এই কাজের জন্য ১০০০ টাকা সার্ভিস চার্জের ব্যবস্থা করা হয়,যেটা তিনি মেনে নিবেন না।
কারন- এই দেশে ম্যাক্সিমাম এজেন্সি এডস ক্যাম্পেইন নামই ব্যবহার করেনা আর বিস্তারিত জানা তো দূর কি বাত।সেই সাথে আরো একটা বড় ব্যাপার হলো-এই দেশে ৯০-৯৫% কাষ্টমার হলো, ৫ থেকে ১০ ডলারের এড রান করা নিয়ে ব্যাস্ত।
সঠিক প্ল্যানিং ও প্রপার মার্কেটিং করে নিজের বিজনেস দাঁড় করাতে তাদের বাজেটই থাকেনা।এইকাজে বাজেট না রেখেই আমরা অনলাইন মার্কেটে কাজ করতে আগ্রহী হয়ে যায়।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *