প্রথম পর্বে জেনেছিলাম, আমাদের দরকার একটি সুন্দর নাম সিলেকশন করা ও ডোমেইন কেনা। নাম ও ডোমেইন হয়ে গেলে আমাদের যে কাজটিতে বিনিয়োগ করতে হবে সেটি হলো- লোগো।
লগো কতটা গুরুত্বপূর্ন সেটা জানতে আমার আগে করা কণ্টেন্ট থেকে পড়তে পারেন।আমি এখানে শুধু লোগো সম্পর্কে হালকা ধারণা দিতে চেষ্টা করছি-
লগো কি?
লোগো একটি শব্দ বা ইমেজের মাধ্যমে এক সাথে অনেক কিছুর বহিঃপ্রকাশ। এটি একটি দেশ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যাক্তিত্ব সহ অনেক কিছু প্রকাশ করে। তাইতো এখন সবাই লোগো ব্যবহার করে থাকে।
“যে সিম্বল দেখলে চোখের সামনে কোম্পানির চেহারা ভেসে ওঠে সেটিই সার্থক একটি লোগো।”
একজন সাধারণ মানুষের চোখে লোগো মানে কোম্পানি বা প্রোডাক্ট। লোগোর ওপর ভিত্তি করে একটি ব্র্যান্ড দাঁড়িয়ে যায়। এবং একজন ডিজাইনারের কাছে লোগো মানে ক্লায়েন্টের ভাবাদর্শ একটি গ্রাফিক দিয়ে প্রকাশ করা।
বর্তমানে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ই-কমার্স ও এফ-কমার্স, আর এখানে ক্লায়েন্ট কে আকর্ষন করতে গেলে আপনাকে অবশ্যই স্পেশাল ও ক্রিয়েটিভ কিছু করতে হবে।
এখন প্রায় সবার ই রয়েছে নিজস্ব ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট । যেটির জন্যে লোগো প্রয়োজন হয়। কোম্পানির সেবা প্রকাশের জন্যও এটি অপরিহার্য হয়ে গেছে। লোগো দেখতে অনেক সিম্পল মনে হলেও ডিজাইন করার সময় অনেক দিকে লক্ষ্য রাখতে হয়।
লোগো বানানোর আগে কোন দিকে খেয়াল রাখবেন সেটি নিয়ে একটা কন্টেন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ।
তাই লগো বানাতে টাকা নিয়ে দরকষাকষি করবেন না।ওমুক এত টাকায় বানায় আপনি কেন এত চাইছেন?
ভাবুন আপনার পন্যের বেলায় কেউ বললে আপনি কি বলেন?
জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE