নতুন বিজনেস আইডিয়া মানেই কিন্তু এমন কিছু নয় – যা আগে ছিল না। পুরাতন আইডিয়াকে নিজের মত করে সাজিয়ে ব্যবসা করতে নামাও নতুন বিজনেস আইডিয়ার মধ্যেই পড়ে। দোকান থেকে শুরু করে ওয়েবসাইট বা শিল্প কারখানা পর্যন্ত সব বিজনেস আইডিয়াই একসময়ে নতুন থাকে। উদ্যোক্তারা সেটিকে ধীরে ধীরে পরিনত ও লাভজনক ব্যবসায়ে পরিনত করেন।
নতুন একটি ব্যবসা বা বিজনেস আইডিয়াকে পরিনত ও লাভজনক করতে হলে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এটা ঠিক যে, এক একটি ব্যবসার ধরন এক এক রকম। কিন্তু সব ব্যবসার শুরুতেই কিছু কমন সিদ্ধান্ত উদ্যোক্তাদের নিতে হয়। এই সিদ্ধান্তগুলোর ওপর অনেক সময়েই ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করে।
নতুন বিজনেস আইডিয়া মাথায় থাকলে অবশ্যই আপনার উচিত নিম্নোক্ত বিষয়গুলি খেয়াল রাখা,
আপনার নতুন বিজনেস আইডিয়া কি আসলেই বাস্তবায়নযোগ্য?
আপনার আইডিয়া দ্বারা সৃষ্ট ব্যাবসার আয়তন বৃদ্ধি করবেন নাকি করবেন না?
সফল না হলে,হাল ছেড়ে দিবেন কিন্তু কেন সফল হবেন না,কেনই বা হাল ছাড়বেন সেটি নিশ্চিত করুন
কন্টাকে কাজ নিবেন নাকি,কর্মী স্থায়ীভাবে নিয়োগ দিবেন?
পন্য বা সেবার সোর্চিং কি ঠিক করেছেন?
পন্য বা সেবার মান ও দাম নির্ধারন ঠিক করতে পারছেন কি?
আপনার উদ্যোগের মুলধন বিনিয়োগ কিভাবে হবে?
বিনিয়োগের জন্য কোথায় কোথায় ইনভেষ্ট করবেন?
আইটির বেসিক নলেজ আছে কি,না থাকলে ট্রাষ্টেড কাউকে জানেন কি?
শুরু থেকে প্রচারণা ও সাকসেস কিভাবে হবে তার গ্রাফ তৈরি করতে পেরেছেন?
মিশন ও ভিশন স্টেটমেন্ট সেট করুন
প্রশ্ন গুলির উত্তর খুঁজে বের করুন,লিখুন ডায়েরিতে তারপরে কাজে নেমে পড়ুন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।