ভালো মানের আর্টিকেল রাইটিং করে আয় করা এখন একটা ট্রেডিশন,আর এইকাজ চাইলেই যে কেউ শুরু করতে পারেন কিন্তু এর জন্যও আপনাকে জানতে হবে সঠিক নিয়মকানুন। সবচেয়ে গুরুত্বপুর্ন বিষযগুলি সম্পর্কে জ্ঞান অর্জন না করে, ভাল মানের আর্টিকেল লিখতে পারবেননা। আর ভালো মানের আর্টিকেল না লিখলে আপনি কখনোই আপনার ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখতে পারবেন না।
একটি পুর্নাঙ্গ ও হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লেখার সব নিয়ম সম্পর্কে এই সিরিজে আলোচনা করা হবে। ব্লগিং করতে হলে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে অবশ্যই আপনার ভালোভাবে জানতে হবে।
মান সম্পন্ন আর্টিকেল লেখার নিয়ম
আর্টিকেল লিখতে গিয়ে প্রথমেই আমরা যে ভুলটা করি তা হল, পাঠকদের কাছে কি উদ্দেশ্যে লিখছি তা শনাক্ত করার আগেই লেখা শুরু করে দেই।এছাড়া অনেকেই আছি যারা নিজেকে পাঠকের জায়গায় না বসিয়ে এবং তাদের চাহিদা না বুঝেই লেখা শুরু করে দিই।
কখনোই এমনটা ভাবা যাবে না যে, আগে লিখি পরে না হয় পাঠকরা আসবে,কিংবা কন্টেন্ট থাকলেই পাঠক আসবে। আর্টিকেল লেখার আগে আপনার পাঠক কারা এবং কোন ক্যাটাগরির পাঠককে টার্গেট করুন এবং তাদের চাহিদা সম্পর্কে জানুন।এই এনালাইসিস না করে লেখা শুরু করা যাবেনা।
আপনার আর্টিকেলের টপিক সিলেক্ট করা হয়ে গেলে পাঠকের চাহিদা অনুযায়ী স্পেসিফিক টপিক নিয়ে লিখুন। ভাল করে রিসার্চ করে নিন ঐ টপিক সম্পর্কে। আপনার টপিক নিয়ে অন্যান্য লেখাগুলো পড়ে তাদের লেখায় কি কি গ্যাপ আছে খুজে বের করুন।
এমন কিছু লিখবেন না যা অন্য কেও লিখে রেখেছে,যদি লিখেও থাকেন তাহলে অন্তত কার্টেসি দিবেন। আর্টিকেলে আপনার সৃজনশীলতা ফুটিয়ে তুলুন। ধাপে ধাপে সবকিছু ব্যাখ্যা করুন। আপনার লেখাটি পড়ে যেন ভিজিটর একটা ডিসিশন এ পৌঁছাতে পারে এমনভাবে লিখুন। এক্ষেত্রে যদি কন্টেন্ট বড় হয়ে যায় তাহলে পার্ট বাই পার্ট করে দিবেন। আবার সিরিজ ভিত্তিক লিখতেও পারেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE