আজকাল অনেকেরই ফেসবুক পেজের অরগানিক রিচ ভয়াবহ রকমের কমে গেছে বলেই দেখা যাচ্ছে। সেই সাথে কমেছে লাইভ ভিডিও ভিউ। ব্যাপারটা লক্ষণীয় পর্যায়ে চলে এসেছে গত অক্টোবর থেকে। এখন দেখার বিষয় হলো এভাবে হঠাৎ করে অরগানিক রিচ কমে গেলে কেন?
ফেসবুকের কি মাথা খারাপ হয়ে গেলো?
নাকি আমাদের ভূল হলো কিছু?
বিভিন্ন পর্যবেক্ষণ থেকে আমার কাছে যে কারন গুলি এসেছে সেটি আপনাদের জানিয়ে দিতে চাইলাম।
১। নতুন আপডেটঃ
ফেসবুকের নতুন আপডেটে তাদের এলগরিদমে ব্যাপক পরিবর্তন এনেছে। যার ফলে আগে বেশি রিচ এবং ভিউ পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। আমরা জেনেই হোক বা না জেনেই হোক এতদিন ফেসবুকের পেজ পলিসি বা স্ট্যান্ডার্ড ঠিকমত মেনে চলিনি। ফেসবুক এখন তাদের পলিসির ব্যাপারে সিরিয়াস একশন নিচ্ছে, এটার কার্যকারিতা এখন দৃশ্যমান হচ্ছে যার ফলে পেজে রিচ কমে এসেছে।
২। লাইভ ভিডিও শেয়ারিং:
অনেকেই একই ডিভাইস কিংবা একই আইপি ওয়ালা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিও শেয়ার করেন।
ফেসবুক নিশ্চয় এতটা বোকা না যে আপনার এই চুরি বুঝবে না।জোর করে এই কাজটা করা হয়, অরগানিকভাবে নয়। তাই ফেসবুক এটাকে স্পামিং হিসেবে দেখে। আর এটার কারণে আপনার পেজের রিচ কমে যেতে পারে।
৩। কপিরাইটযুক্ত কন্টেন্ট ব্যবহারঃ
অনেকেই নেট থেকে ইমেজ বা ডিভিও ডাউনলোড করে ব্যবহার করেন। এর মধ্যে কিছু থাকে কপিরাইট ফ্রী নয় এমন কন্টেন্ট।
এটা Intellectual Property Rights ভঙ্গ করে। এটার বিরুদ্ধে ও সিরিয়াস ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
যার ফল হিসাবে পেজের রিচ কমিয়ে দেয়।
৪। নতুন কন্টেন্ট প্রকাশঃ
প্রতিদিন নতুন নতুন অনেক কন্টেন্ট প্রকাশিত হচ্ছে। কিন্তু নিউজ ফিডে সব কন্টেন্ট দেখানো হয় না, স্পেস এর একটা লিমিটেশন থাকে। প্রতি মাসে সারা বিশ্ব থেকে ৩০ বিলিয়নের ওপর কন্টেন্ট প্রকাশিত হয়।
সবচেয়ে প্রাসঙ্গিক কন্টেন্ট ফেসবুক তাদের ব্যবহারকারীদের নিউজ ফিডে দেখায়। ব্যবহারকারীর আগ্রহ, ডেমগ্রাফিক তথ্য, এংগেজমেন্ট, তাদের অভ্যাস এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কন্টেন্ট অপ্টিমাইজ করা হয় এবং সেইভাবে সেটা ডেলিভারি করা হয়। আপনার কন্টেন্ট প্রতিযোগিতায় টিকতে না পারলে সেটার রিচ কম হয়।
৫। কমিউনিটি স্ট্যান্ডার্ডঃ
ফেসবুক চায় তাদের ব্যবহারকারী নিউজ ফিডে অথেনটিক কন্টেন্ট দেখুক, স্পেস টা নিরাপদ থাকুক। ব্যক্তিগত তথ্যসমূহ যেন গোপন থাকে এবং তা প্রতিরোধ করা যায়। অধিকারের দিক থেকে সকল ব্যবহারকারী যেন সমান সুবিধা ভোগ করতে পারে। কেউ যেন কাউকে হয়রানি করতে না পারে, বৈষম্যমূলক আচরণ যেন না করে, কাউকে যেন আক্রমণ করা না হয়। এ গুলো মেনে চলার ব্যাপারে ফেসবুক বদ্ধপরিকর।
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে না চললে ফেসবুক ব্যবস্থা নেয়। এতে করে পেজের রিচ কমতে পারে।
সকলেই নিজের পেজ নিয়ে এনালাইসিস করুন, ইউনিক কন্টেন্ট লিখুন শুধুমাত্র সেল করার চিন্তা থেকে সরে আসুন।