ফেসবুক পেইজ ট্রিকক্স ও কিছু প্রশ্নোত্তর

😱 অনেকেই প্রশ্ন করেন যে, ভাইয়া ফেসবুক পেইজে আমার সকল ফ্রেন্ড রা কেন আমার পোষ্ট দেখতে পাচ্ছে না?
😭 কেন পেইজের রিচ থাকছে না?
😭 পেইজে লাইক ১০০০ কিন্তু রিচ কেন ৪০০?
ফেসবুক পেইজ ট্রিকক্স-০৩
👍 ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ি যে সব ফ্যান পেজের ৭৫% পোস্টে লাইক/কমেন্ট না করবে তাদের হোম পেজে সেই পেজের পোস্ট আর কখনো শো করবেনা।
তাই আপনাদের পেইজের সকলের কাজে আসে এমন পোষ্ট করুন।
.
👍 এবং পেইজ নোটিফিকেশন অপশন চালু করে রাখার জন্য বলুন সবাই কেন তাছাড়া আপনাদের লাইক/কমেন্ট আমাকে আরও ভাল পোস্ট করতে অনুপ্রেরণা জোগাবে, এই মর্মে লিখুন।
👍 বেশি বেশি গঠন মূলক কমেন্ট করতে পারে এমন ইন্টারএকশন বেইজড পোষ্ট করুন।
কীভাবে সকলেই পেইজের নোটিফিকেশন পাবে সেজন্য নিচের লেখা টি কপি করে আপনার পেইজে দিতে পারেন।
.
👍 প্রথমে ফেসবুক এপসেঃ পেইজের হোমে গিয়ে উপরের অপশন বারের More অর্থাৎ ••• এই আইকনে ক্লিক করুন
👍 Notification ক্লিক করে Status Updates ও অন্য সব সিলেক্ট করে দিন।
সর্বোপরি কন্টেন্ট ভালো হলে পাবলিক থাকবে এটাই ভাবুন, তাই কন্টেন্ট ক্রিয়েট করুন সুন্দর করে।
শুভ কামনা সকলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *