১. আপনার ডোমেইন হবে কোনটা
২. হোষ্টিং কতটুকু নিবেন?
৩. আপনার চাহিদা কেমন?
৪. Menu কেমন হবে?
৫. প্রোডাক্ট ডিসপ্লে ও প্রোডাক্ট পারচেস থাকবে কিনা?
৬. প্রোডাক্ট পারচেস হলে সেটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল?
৭. অটোমেটিক হলে চার্জ অনেক আসবে ম্যানুয়াল হলে কবে যাবে
৮. অটোমেটিক ডাটাবেজ জেনারেট হবে কিনা?
৯. ইনভয়েস অটোমেটিক হবে কিনা
১০. চ্যাটবট হবে নাকি অটোমেটিক চ্যাটবট থাকবেনা?
ওয়েবসাইট নিয়ে কাজ করছি আজ ১০ বছর কিন্তু এই সেক্টরে দেশীও ক্লায়েন্ট পেয়েছি সবচেয়ে কম।এর কারন কি জানেন?
-
আমাকে কেউ দাম জিজ্ঞেস করা মাত্রই আমি একটা দাম বলে দিতে পারিনা,কারন এগুলি আমার জানা লাগে
-
এসব জিজ্ঞাস করি বলে হয়তো আমাকে পাগল ভাবে
-
৪/৫ হাজার টাকার বিজ্ঞাপন দেখে আমার কথা শুনে আর এদিকে পা মাড়াই না তারা
-
উদ্যোক্তারা এখনো এটার গুরত্ব নিয়ে বুঝে ওঠেন নাই,আমি লিখলেও সেটার গ্রহনযোগ্যতা অনেক কম হয়েছে,তার উপরে আবার কপি করা লেখার সংখ্যাও বাড়ছে অনেক।
তবুও আমার সন্তুষ্টির জায়গাটা এখানেই যে আমি না বুঝিয়ে কোন কাজই করিনা।