পডকাষ্ট তৈরি ব্যাপারে বেশ ভালো সাড়া পেলাম দেখেই আজকে জানাতে চলেছি যে পডকাষ্ট কীভাবে বানাতে হয়।
কিভাবে পডকাষ্ট তৈরি করবেন?
পডকাষ্ট তৈরি করা তেমন কোনো ব্যপার না। আপনি খুব সহজেই তা তৈরি করাতে পারবেন। শুধু মাত্র দুটা জিনিস আপনার লাগবে।
১। মাইক্রোফোন
২। সফটওয়্যার
মাইক্রোফোন- বাজারে হাজার হাজার মাইক্রোফোন আছে কিন্তু আপনার জন্য কোনটা ভালো হবে। যদি আপনি খুব প্রফেশনালরা পডকাস্ট করতে চান তাহলে আপনার একটা ভালো মাইক্রোফোন দরকার হবে। কিন্তু আপনি কাজ শুরু জন্য Boya m1 মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন।
অনেক বড় বড় ইউটিউবরাও এই মাইক্রোফোন ব্যবহার করে থাকে। এইটা একটা কনডেসার মাইক্রোফোন। কনডেসার মাইক্রোফোন হল যেটার মাধ্যমে ছোট ছোট শব্দও রেকর্ড হয়ে যায়। যেহেতু ডাইনামিক মাইক্রোফোনের দাম বেশি তাই আপনি এখন Boya m1 ব্যবহার করতে পারেন আমিও এইটাই ব্যবহার করছি।
কোথায় পাবো?
অনলাইন শপ থেকে নিতে পারবেন, তবে আমি প্রিফার করি AMAZON
সফটওয়্যারঃ অনলাইনে অনেক অডিও সফটওয়্যার আছে কিন্তু আমার আছে সহজ এবং অনেক সুন্দর করে কাজ করার মত অডিও সফটওয়্যার হল AUDACITY ( এইটা সম্পূর্ন ফ্রি এর জন্য টাকা লাগবে না বা অন্য কোনো ঝামেলা পোহাতে হবে না) ।
শুধু যে আমার কাছেই এই সফটওয়্যারটা ভালো লাগে ব্যাপারটা এমন না আমিও অন্য সবার মত অনেক রিভিউ দেখে এবং বুঝে একটা এবং সাথে অনেক ফিচার আছে এমন সফটওয়্যার নির্বাচন করেছি।
তাই আমি আপনাকে বলবো আপনি অন্য ভারি সফটওয়্যারের দিকে না গিয়ে Audacity ব্যবহার করুন কারণ আপনি খুব সহজেই এইটা শিখে নিতে পারবেন।
আজকের পোষ্টে এই পর্যন্ত।