কমপ্লিট ক্যারিয়ার গাইডলাইন-০১

এই সিরিজটি নিজেরা পড়বেন,আর পারলে নিজের সন্তানকে সেভাবে গাইড করবেন।আমি ফোর্স করবোনা কিন্তু এতে উপকার পাবেন এটা শতভাগ নিশ্চিত।আর ভালো লাগলে নিজের টাইমলাইনে রাখবেন সিরিজের লেখাগুলি।
জীবনের এই পর্যায়ে এসেও আমাদের অনেককেই এমন প্রশ্নের সামনে পড়তে হচ্ছে-তুমি কি করবে? তোমার ক্যারিয়ার নিয়ে প্ল্যানিং কি?
অনেকেই হয়তো এমন প্রশ্নগুলির সম্মুখীন হন না, কিন্তু নিজের কাছে একটু হলেও জবাব দেওয়া লাগে,সেখানেও কি আপনি সফলভাবে উত্তর দিতে পারবেন?
ইদানিং অনেককেই এই প্রশ্ন করতে দেখছি-ভাইয়া আপনি কি ফ্রিল্যান্সিং শেখান? আপনি কি আউটসোর্সিং কোর্স করান?
আপনাদের এই প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও থেকে- https://www.facebook.com/watch/?v=1456348414854985
অনেকেই জিজ্ঞাস করেন- ভাইয়া,আমি খুবই ধৈর্য্যশীল ও হার্ড ওয়ার্কার,আমি ফ্রীল্যান্সার হতে চাই।আমি একজন সফল ফ্রীল্যান্সার হতে চাই।আমার আসলে কোনটা শেখা উচিত?
অনেকে এমন বলেন- ভাইয়া,আমি ডাটা এন্ট্রি শিখেছিলাম, কিন্তু এটাতে তেমন মুল্য নাই।আমার এখন এনিমেশন শেখা উচিত কিনা বলেন তো?
এমন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সিরিজে ইনশাআল্লাহ।তবে সেইজন্য আপনাকে অবশ্যই মন দিয়ে পড়তে হবে এবং ধৈর্য্য রাখতে হবে সবকিছু মেনে চলার।আফটার অল আপনারা বলেন যে,আপনাদের নাকি ধৈর্য্য অনেক (যদিও আমার চোখে পড়েনাই)।
আপনি আসলে কি করবেন? ভবিষ্যতে কি হতে চাইছেন?
এমন প্রশ্নগুলির উত্তর পেতে হলে,আপনাকে আগে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে।
  • নিজেকে চেনা (know me)
  • নিজেকে এনালাইসিস করা (analysis myself)
  • পরিবেশ (Environment)
  • অনুসন্ধান (research)
  • তালিকা করা (Make list)
  • লক্ষ্য নির্ধারন করা Set a Target (short term or long Term)
আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখবেন- https://www.youtube.com/watch?v=jFrupGYy8Ic
হোম ওয়ার্ক- যারা প্রশ্ন করতেন তারা তো এটা দেখে নিজের জন্য কি করবেন সেটা ফিক্স করে তবেই আমাকে আমার জিজ্ঞাস করবেন,অন্যথায় কোন উত্তর নাই।
নোট-যারা উপকার পাবেন,তারাও হোম ওয়ার্ক করতে পারবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *