আমরা অনেকেই চিন্তা করি যে, আমার উদ্যোগ/ব্যবসা কিংবা কোম্পানির আর্থিক উন্নয়নই আমাদের সফলতা,কিংবা চাক্রীতে প্রমোশন পাওয়াটাই হলো সফলতা।কিন্তু এটা ভুলই শুধু নয়, মারাত্বকভাবে ভুলকে জানা এবং হৃদয়ে ধারন করাও বটে।কেননা- There is a big difference between Growth, Progress & Success Growth
আপনি আপনার কোম্পানির টার্নওভার যদি ৫ টাকা থেকে ১০ টাকা কিংবা ১০ টাকা থেকে ৫০ টাকাতে উন্নিত করেন,তাহলে সেটাকে আমরা বলবো বা বলতে পারি- Growth, It’s not success
“গ্রোথ কে আমরা যা বলতে পারি তা হলো- আপনি যদি আপনার কোম্পানির, সামগ্রিকভাবে ম্যাটেরিয়ালেস্টিক উন্নতি সাধিত করেন, তাহলে সেটা হলো গ্রোথ।”
Progress টা আসলে কি?
“এই গ্রোথের সাথে যদি আপনি আরো যোগ করেন Ethics, তাহলে সেটা হলো Progress”
Progress = Growth + Ethics
এই Ethics এর মধ্যে কি কি আছে দেখে নিই চলুন-
এখন কথা হলো-সফলতা আসলে কি তাহলে?
“আপনি যদি,আপনার ঐ প্রগ্রেসের সাথে এবং আপনার ঐ গ্রোথের সাথে Humanity, Morality & Spirituality কে যোগ করতে পারেন,তাহলে সেটা হলো আপনার সফলতা।”
so let’s redefine Success-
success = Growth + Progress + Humanity + Morality + Spirituality
যেখানে Progress = Growth + Ethics
Ethics = Discipline + Honesty + Norms