The Greatest Show on the earth বলে একটা কথা আছে,এই বিশ্বের সর্বসাধারনের চোখ এখন ফুটবল বিশ্বকাপের দিকে।আর এই বিশ্বকাপ উপলক্ষ্যে,আপনি আপনার পন্যের বা উদ্যোগের সাথে মিলিয়ে মার্কেটিং
স্ট্র্যাটেজি সেট করেছেন তো?
সৌভিক ভাই ব্যবসার মধ্যে ফুটবল বিশ্বকাপ আনছে কেন এইটাই অনেকে ভাবছেন।আসুন একটু ক্লিয়ার করে দিই-
আজ থেকে শুরু হয়েছে আগামী এক মাস, সর্ব স্তরের মানূষ বিশ্বকাপ ফুটবলে বুদ হয়ে থাকবে এটা সবারই জানা। প্রতিটা মানুষ নিজেকে এর সাথে রিলেট করে নিবে কোনও না কোনও ভাবে,এইটাতেও সন্দেহ নাই।
আর আপনি যদি আপনার মার্কেটিং এর সাথে রিলেট করতে না পারেন তাহলে মানুষকে আপনার বিজনেসের সাথে এনগেজ করার অনেক বড় একটি সুযোগ হাত ছাড়া হয়ে যাবে,সেই সাথে নিজেকে নিয়ে আপনার আবার ভাবা উচিত যে- বিজনেস আসলেও আপনার দ্বারা সম্ভব কিনা?
কিভাবে রিলেট করবেন-
ধরুন আপনি ইলেকট্রনিক্স আইটেম সেল করেন,এইটাই আপনার বিজনেস। এখন আপনাকে অবশ্যই টিভিকে কেন্দ্র করে বিজ্ঞাপন সাজাতে হবে। আপনি এভাবে মার্কেটিং করতে পারেন-বিশ্বকাপ খেলাকে যদি মসৃণ ও ঝকঝকে দেখতে হলে আপনার একটি HD টিভি অবশ্যই থাকা দরকার।এইভাবে আপনার টিভির গুনাগুন বলতে পারেন।
ধরা যাক, আপনি ফাস্টফুডের বিজনেস করেন কিংবা ফ্রোজেন আইটেম। আপনি মার্কেটিং করতে পারেন- রাত জেগে খেলা দেখতে দেখতে ক্ষুধার্ত হয়ে যাচ্ছেন নিয়ে নিন আমাদের খাবারগুলি।
বলতে পারেন- মাত্র ৫ মিনিটেই রেডি হবে,গভীর রাতের স্নাকস।এই বলে ফ্রোজেন আইটেমগুলির বিজ্ঞাপন দিন।
দেখা গেলো- বিশ্বকাপের সাথে আপনার বিজনেস কোনও ভাবেই যাচ্ছে না এখন কি করবেন? মানুষের এই হাইপকে আপনি কোনও ভাবেই কাজে লাগাতে পারবেন না বলেই ভাবছেন?
আরেহ শুনে যান,আগেই খেলা নিয়ে পড়েন না,শোনেন- আপনি চাইলেই বিভিন্ন ধরনের কুইজ, প্রেডিকশন পোস্ট তৈরি করতে পারেন যেখানে উপহার হিসেবে আপনি আপনার পণ্যই দিলেন।এতে আপনার বিজনেসের প্রমোশন যেমন অনলাইনে হলো পাশাপাশি আপনার পণ্যেরও মার্কেটিং হয়ে গেলো।
আর এসব প্রমোশনে বিশাল মার্কেটিং হয়,ভালো রিভিউ আসে,রিচ তো বেড়েই যায়।