শুন্য থেকে শুরু- ০১

 

নিজে যে বিষয় নিয়ে কাজ করেন,সেই বিষয়ে এগিয়ে যেতে হলে আপনার প্রথম কাজ কি জানেন?

ঐ বিষয় নিয়ে কাজ করে, এবং বিশ্বের সেরা ২০ টি কোম্পানির (আয়ের ভিত্তিতে) তথ্য জোগাড় করা।আগে বেশ কঠিন হলেও এখন খুবই সহজ কাজ।

Google এ সার্চ করা, নিউজপেপার কালেক্ট করা,বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করা।মোটকথা হলো-যেকোন উপায়ে টপ ২০ এর লিস্ট বের করে,তাদের ওয়ার্কিং মডিউল এবং শুরুর দিনের স্ট্যাটিসটিকস বের করুন।

এই কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন কাজ করবেন না,এটাও একটা স্কিল বলে বিবেচিত।আর এটার জন্য যে সময় আপনি দিবেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট।

ইনকামের ৩% ইনভেস্ট করতে বলাতে,অনেকেই বলেছেন-ইনকামই তো নাই।কিন্তু কথা হলো-কেন নাই?
কারনটা খুবই সহজ,আপনারা সঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করেন নি।

নতুন বছরে এইটাই হতে পারে আপনার প্রথম কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *