Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আমরা ছবি তুলতে ভালবাসি, কেউবা নিজে তুলতে আবার কেউবা কেউ তুলে দিয়ে।
আমি নিজে ভালোবাসি ছবি তুলে দিতে।
আর ছবি খুব কম সময়ের মধ্যে তুলতে হয় দেখে আমাদের অনেক কিছু হয়ত ভুল হয়ে যায় (যারা প্রফেশনাল নয় তাদের একটু বেশি আর যারা প্রফেশনাল তাদের একটু কম)।
আর ভলভুল হলেই তখন আমাদের ফটো এডিটিং করার প্রয়োজন হয়। এখন ফটো এডিটিং করতে তো কম্পিউটার লাগে, সফটওয়্যার লাগে, সেই সফটওয়্যার আবার চালানো জানতে হয় আরও কত কিছু।
এদিকে সবার হাতে থাকে না ল্যাপটপ বা কম্পিউটার।
তাই আমাদের অনেকের ভরসা মোবাইলে।
আপনার স্মার্ট ফোন দিয়ে ই এখন আপনার পছন্দ মতো ছবি এডিট করে নিতে পারবেন। এখানে কিছু সুপার ফটো এডিটিং এপস এর কথা বলছি আমি-
👍 YouCam Perfect – Selfie Cam ম্যাক্সিমাম মেয়েদের মোবাইলে থাকে এই এপস টি।
আফটার অল সেলফি বলে কথা। এটি সম্পূর্ন ফ্রী একটি এপস, সেলফি ছবি এডিট করার জন্য।
অটো মাল্টি ফেস চিনে নিয়ে টাচ আপ করে দিবে আমরা যারা ফটোশপ দিয়ে এই কাজগুলি করি আমাদের অনেক সময় লাগে আপনি খুব সহজেই আর অল্প সময়ে এই কাজটি করতে পারবেন। এই এপস এর দ্বারা আপনি আপনার ফেসকে রিশেপ করতে পারেন। আপনার ফিগারকে এডজাস্ট করে নিতে পারবেন খুব সহজেই।আপনার ছবি এডিট করার পর সেই ছবি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এ বসাতে পারবেন, ফটো অ্যালবাম এর মতো Photo collage বানাতে পারবেন।দারুন একটি এপ্স, ফ্রি ডাউনলোড করে শুরু করে দিন আপনার ছবি এডিট করা।
👍 Snapseed- এই এপস ও ফ্রী এবং অনেক সুন্দর একটা এপস। এইটা চালানোর জন্য আপনাকে এক্সপার্ট হউয়ার দরকার নেই, মোবাইলে চালাতে পারলে ই হল, আপনি টাচ করে করে খুব সুন্দর করে এডিট করে ফেলতে পারবেন আপনার ফটো।
আপনি এই এপস এর মাধ্যমে কালার অ্যাডজাস্ট, রোটেট করা বিভিন্ন অ্যাঙ্গেল এ, ব্রাশ ব্যবহার করা, আপনি ছবির একটি জায়গা নির্বাচন করে শুধু ছবির সেই জায়গাতেই এডিটিং করতে পারবেন তাহলে বাকি জায়গা আর পরিবর্তন হবে না, আপনি এই এপস এর মাধ্যমে কোন দাগ,ময়লা এগুলি ছবির থেকে খুব সহজেই মুছে ফেলতে পারবেন।বিভিন্ন ধরনের ফিল্টার পাবেন যে দিয়ে আপনি আপনার ছবির লুক একদম পরিবর্তন করে ফেলতে পারবেন। এই এপস ইন্সটল করে দেখতে পারেন। গুগল প্লে তে ফ্রী পাবেন
👍 PicsArt Photo Studio এই এপসটাও দারুন। এখানে আপনি ১০০ এর উপরে এডিটিং টুলস পাবেন, বিভিন্ন ধরনের ফিল্টার এবং এফেক্ট পাওয়া যাবে যা আপনার ছবিকে ভিন্ন মাত্রা দিবে। এই এপস এর মাধ্যমে আপনি ছবির মধ্যে খুব সহজে লিখতে পারবেন, বিভিন্ন ধরনের স্টিকার ছবির মধ্যে লাগাতে পারবেন এবং যেটা দেখলে অনেকটা মনে হবে আপনি বাস্তবে এরকম স্টিকার লাগিয়েছেন, মজার ছবি এডিটিং করতে হলে আপনি এই এপস ব্যবহার করতে পারবেন।
Collage maker এখানে এর মাধ্যমে আপনি একটি ফ্রেমে অনেকগুলি ছবি সাঁজাতে পারবেন অনেকটা ফটো অ্যালবাম এর মতো, আপনি ড্রয়িং করতে পারবেন লেয়ার এর মাধ্যমে এবং আরও অনেক কিছু পাবেন এই এপস এ।
👍 Pixlr – Free Photo Editor এই এপস এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেটে এ Photo Collage বানাতে পারবেন যা অনেকটা ফটো অ্যালবাম এর মতো, একটা ফ্রেম এ অনেকগুলি ছবি সাজিয়ে রাখা। অনেক সুন্দর একটা জিনিষ চেষ্টা করে দেখতে পারেন, আমরা যারা ফটোশপ এ করি আমাদের অনেক সময় লাগে কিন্তু আপনারা মোবাইলে এর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, বিভিন্ন ফন্ট দিয়ে ছবির উপর লেখা যাবে এবং আরও অনেক কিছু আছে এই এপস এ ফ্রী ইন্সটল করে দেখে নিতে পারেন।
👍 PicSay – Photo Editor মজার ছবি এডিটিং এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া এপস এটি। এখানে Distort নাম এর একটা ইফেক্ট পাবেন যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ভাবে ছবি distort করে অনেক মজার ইফেক্ট তৈরি করতে পারবেন।
Word Balloons পাবেন লেখার জন্য, ছবিতে টাইটেল দিতে পারবেন, মোট কথা মজার ছবি এডিটিং করার জন্য দারুন একটা এপ্স এবং খুব সহজেই আপনি এটি চালাতে পারবেন।
আজ এই পর্যন্ত, শুক্রবারের দিন আপনারা চাইলেই শুরু করতে পারেন এপস নিয়ে কাজ।
আর সেটি আপলোড করুন আপনার পন্যের ছবির সাথে লগো বসিয়ে।