আপনি ভেঙে পড়লে কিংবা আপনার স্বপ্নে আঘাত হলে,

আপনি ভেঙে পড়লে কিংবা আপনার স্বপ্নে আঘাত হলে, সেই কষ্টটা একান্তই আপনার।একবার বিপদে পড়লে বা আপনার খ্যাতির জ্বোর না থাকলে দেখবেন এই সবকিছুই মূল্যহীন।

এখন আপনার অনেক ফ্যান ফলোয়ার, অনেক শুভাকাঙ্ক্ষী কিংবা অনেক ভালো ভালো বন্ধু আছে।কিন্তু বিপদে পড়লেই দেখবেন এই সংখ্যাটা কমে গিয়েছে,কেউ কেউ তো আর খোঁজই রাখবেনা।

এইজন্যই বলি- নিজেই নিজের ব্যাকআপ হউন,নিজেকেই নিজের বন্ধু বানান,সার্কেল টা ছোট হয়ে যাবে কিন্তু যা থাকবে সেগুলি সলিড।

জীবনের এই বিষয়গুলি কষ্ট করা কঠিন,মেনে নেওয়াটাও কঠিন কারন এইগুলি বাস্তব সত্য কথা।আমি এতটা বাস্তব বলি বলেই আমাকে সবাই সহ্য করতে পারেনা,তবে এইটা নিয়ে আমার কোন আক্ষেপ নেই।কারন আমি জানি- দিনশেষে এইগুলি সত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *