সেরা ভিডিও এডিটিং এপস (পর্ব-০৫)

**সেরা ভিডিও এডিটিং এপস (পর্ব-০৫)**

ভিডিও এডিটিং এপসের উপরে অনেকেই জানতে চেয়েছেন, তাই আজ থেকে এই এপস গুলি নিয়ে আলোচনা করছি।

ধারাবাহিক আলোচনায় আজকের এপসের নাম হলো **Adobe Premiere Clip**

**আমার লিস্টের পঞ্চম অবস্থানে আছে Adobe Premiere Clip আমার লিস্টে থাকা আরেকটি অসাধারণ ভিডিও এডিটিং অ্যাপ হলো Adobe Premiere Clip।**

অ্যাডোবি কর্পোরেশন ২০১৫ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি বাজারে ছাড়ে।

অ্যাপটি ব্যবহার করে আপনি খুব দ্রুত ভিডিও এডিট করতে পারবেন। সেই সাথে অ্যাপটি ব্যবহার করাও অনেক সহজ। এতে থাকা ফিচার গুলোর মধ্যে একটি বেস্ট ফিচার হলো অটোমেটিক ভিডিও ক্রিয়েশন ক্যাপাবিলিটি।

অর্থাৎ আপনি ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিলে অ্যাপটি অটোমেটিক্যালি আপনার জন্য ভিডিও তৈরি করতে সক্ষম। তাছাড়া আপনি অ্যাপটিতে থাকা ভিডিও ট্রিমিং, ভিডিও কাটিং, থিম, মিউজিক, ফিল্টার, ইফেক্ট, ট্রানজিশন ব্যবহার করে আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় ও সুন্দর করতে পারবেন। Adobe Premiere Clip-এ ভিডিও এডিট করার পর আপনি চাইলে তা গ্যালারিতে সেভ করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার করতে পারবেন। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। গুগল প্লে স্টোর হতে এটি ডাউনলোড করা যাবে। তাছাড়া অ্যাড-ফ্রি ইউজার ইন্টারফেস থাকায় আপনাকে কোন বিরক্তিকর অ্যাডের মুখোমুখিও হতে হবে না।

📌**স্পেশাল ফিচারঃ-**

✅ **অটো অডিও মিক্স ফিচার**

✅ **অটোমেটিক ভিডিও ক্রিয়েশন ক্যাপাবিলিটি**

✅ **ভিডিও অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসিতে এক্সপোর্ট করার সুবিধা**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *